মোঃ তিতুমীর বেপারী প্রতিনিধি (মুন্সীগঞ্জ) মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার ধীপুর গ্রামে ফার্নিচার বানানোর মজুরীর টাকা চাইতে গিয়ে বিরম্বনার শিকার হয়েছেন আক্তর নামে এক কাঠমিস্ত্রী। ভুক্তভূগি
কাঠমিস্ত্রী সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ দিয়ে কোন ফলাফল না পেয়ে আদালতে মামলা দায়ের করেন। জানাগেছে, ধীপুর গ্রামের মৃত লালমিয়া শেখের ছেলে বিদ্যুৎ (৩৫) রাউৎভোগ গ্রামের বসতি মৃত ইদ্রিস বাগজার ছেলে কাঠ মিস্ত্রী আক্তার হোসেন বাগজা (৫৪) কে সোফা, খাট, টেবিল তৈরির অর্ডার দেয়। অর্ডারকৃত আসবার পত্র তৈরির পারে কাঠ ও মজুরির সমুদয় পাওনা টাকা চাইতে গিয়ে মিস্ত্রী আক্তার বিরম্বনার শিকার হন। কাঠ মিস্ত্রী আক্তার হোসেন জানান অনেক চেষ্টা তৎবির করেও পাওয়া টাকা আদায় করতে পারিনি। স্থানীয় জনপ্রতিনিধিদের জানালে তারা বিদ্যুৎ কে পাওনা টাকা দিয়ে দেয়ার জন্য বলে দেয়।
গত ২০ জুন সকাল ১০ টায় ঐ টাকা চাইতে গেলে আক্তার হোসেন কে মারধর করতে উদ্ধ্যত হন বাড়ি ওয়ালা বিদ্যুৎ। এই ঘটনার বর্ননা তুলে ধরে আদালতে মামলা দায়ের করেন কাঠ মিস্ত্রী আক্তার। সত্যতার আংশিক পাওনা টাকার স্বিকার করে বিদ্যুৎ। বঙ্গ নিউজ বিডি ২৪ ডট কম কে জানান অর্ডার কৃত ফার্নিচারের আংশিক কাজ এখনও রয়েগেছে। কাজ শেষ হলে পাওনা টাকা দিয়ে দেব