পারভেজ বাঙালী, চট্টগ্রাম প্রতিনিধি : আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্দেগে বন্দর থানা যুবদলের এক বিশাল বিক্ষোভ মিছিল করা হয়। বন্দর থানা থেকে বিক্ষোভ মিছিল এ নেতৃত দেন,চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সম্পাদক জনাব মিফত্যাহ উদ্দিন শিকদার টিটু,ও বন্দর থানা যুবদলের সাবেক আহবায়ক, শফিউল আজম,বন্দর থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক,ইয়াছিন,বিক্ষোভ মিছিল টি,বন্দর এলাকা থেকে চট্টগ্রাম মহানগর এর গুরুত্বপূর্ণ এলাকা পদক্ষিন করে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন এ জমায়েত হয়,এরপর চট্টগ্রাম মহানগর এর সমস্থ থানা ইউনিট যুবদল একযোগে মিছিল যোগ দেন,মিছিল টি চট্টগ্রাম লালদিঘি তে শেষ হয়,