খুলনা প্রতিনিধি : খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ ১৯ মে ২০২৫ তারিখ আনুমানিক রাত ১০.০০ শ্মশান ঘাট ব্রিজের পাশে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ ইয়াছিন আরাফাত হৃদয় (২৪) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে। তিনি মোঃ মোক্তার হোসেনের পুত্র এবং শ্মশান ঘাট এলাকার বাসিন্দা (থানা-হরিণটানা)। মাদকের উৎস ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।