1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
আইন ও অধিকার ফাউন্ডেশন, ফেনী জেলা শাখার কম্বল বিতরণ ১০ ডিসেম্বর “বিশ্ব মানবাধিকার দিবস” উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েন অ্যাডভোকেট মোঃ এনামুল হক বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিজাম হাজারীর নির্দেশে সরকার বিরোধী ষড়যন্ত্রে সক্রিয় লন্ডন আ’লীগ নেতা আগামী নির্বাচনকে স্মরণীয় করতে সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নরসিংদীর রায়পুরায় সন্ত্রাস দমনে কম্বিং অপারেশন আসছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জেগে ওঠো জাতি—ন্যায় তোমার হাতে আগুন হয়ে অপেক্ষা করছে বিচারবহির্ভূত হত্যা–গুমের সবচেয়ে বড় শিকার বিএনপি: তারেক রহমান বিজিএমইএ’র বিশেষ স্বাস্থ্যসেবা সম্প্রসারণে আরও ৪ হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর লাগডিয়া বলরুমে নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের নবনির্বাচিত কমিটির জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান সম্পন্ন দাউদকান্দির চন্দ্রশেখরদীতে ভূমিদস্যূর কবলে শাহজালাল : পৈত্রিক ভিটে রক্ষায় যুদ্ধ করছেন বৃদ্ধ কৃষক

টিসিবির লাইনে মধ্যবিত্তের পাশাপাশি শিক্ষার্থীরাও

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১২৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: আমরা যারা মেসে থাকি, কমবেশি সবারই আর্থিক সমস্যা আছে। চাইলেই বাড়ি থেকে যখন তখন টাকা আনতে পারি না। এ কারণে সবাই মিলে একটি সিদ্ধান্ত নিয়েছি। সপ্তাহে একবার একজন টিসিবির লাইন থেকে বাজার করব। সে অনুযায়ী আজকে আমার বাজার ছিল। তাই আর ক্লাসে যাওয়া হয়নি। দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় বাজার করলাম।

কথাগুলো বলছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আইরিন সুলতানা।

হতাশা মেশানো কণ্ঠে তিনি আরও বলেন, মধ্যবিত্ত পরিবার থেকে রাজধানীতে এসেছি পড়ালেখার উদ্দেশ্যে। কিন্তু খরচ যেভাবে বাড়ছে তাতে সামনে কী যে হবে, কিছুই বুঝতে পারছি না। এর একটা সুরাহা দরকার। সরকারের কাছে সবিনয় অনুরোধ, দ্রব্যমূল্যের দিকটা একটু দেখেন। তাতে আমাদের মতো শিক্ষার্থীসহ নিম্নবিত্ত-মধ্যবিত্তরা উপকৃত হবেন।

একই কথা কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী এনামুলের মুখেও।

তিনি বলেন, আগে মেসে তিন হাজারের মধ্যে তিনবেলার খাবার হলেও এখন লাগছে প্রায় চার হাজার টাকা। খরচ কমাতে তাই বাধ্য হয়ে মেসের সবাই সপ্তাহে অন্তত দুবার টিসিবির ট্রাক থেকে মালামাল কেনার সিদ্ধান্ত নিয়েছি।

পুরান ঢাকার লক্ষ্মীবাজারের মতো এমন চিত্র রামপুরাতেও। সেখানকার এক মুদি দোকানি বলেন, পণ্যের যে দাম তাতে চক্ষুলজ্জা ফেলে সবাই টিসিবির পণ্য নেয়। নিম্নবিত্ত-মধ্যবিত্তের পাশাপাশি বড়লোকও খোঁজ পেলে ড্রাইভার-কাজের লোক দিয়ে পণ্য নিয়ে যায়।

কথা হয় সিএনজি অটোরিকশাচালক বায়জিদ মুন্সির সঙ্গে। তিনি বলেন, দুই ঘণ্টা দাঁড়ালে একটা ট্রিপ মিস হবে। কিন্তু পণ্য পেলে তো ৪০০ টাকা সাশ্রয় হবে। এ কারণেই টিসিবির লাইনে দাঁড়িয়েছি।

টিসিবি লাইনে আড়াই ঘণ্টা দাঁড়ানো আইসক্রিম বিক্রেতা ময়নুল। তিনি বলেন, গাড়ি দেখলেই আর রক্ষা নেই, পেছনে পেছনে মানুষ মৌমাছির মতো ছুটে আসে। আর এখন তো ফোনের যুগ। সবাই মুহূর্তেই খবর পেয়ে যায়। এরপরও কী করা, জিনিস কিনতে লাইনে দাঁড়ানো।

টিসিবি সূত্রে জানা গেছে, রাজধানীর ৫০টি স্থানে ফ্যামিলি কার্ড ছাড়া বিশেষ ট্রাক সেলে পণ্য বিক্রি করে টিসিবি। প্রতিটি ট্রাকে ৩৫০ জনের জন্য পণ্য থাকে। তবে অধিকাংশ জায়গায়ই নির্দিষ্ট সংখ্যক মানুষের চেয়ে বেশি মানুষ উপস্থিত থাকেন, যারা পণ্য কিনতে পারেন না।

টিসিবির এসব পণ্যের মধ্যে লিটারপ্রতি ভোজ্যতেল ১০০ টাকা, ১ কেজি মসুর ডাল ৬০ টাকা, চাল ৩০ টাকা ও আলু ৪০ টাকায় কেনা যায়। এই চার পণ্য কিনতে একজন গ্রাহককে গুনতে হয় ৫৯০ টাকা। এই একই পণ্য খুচরা বাজার থেকে কিনতে লাগে প্রায় ১ হাজার টাকার মতো। অর্থাৎ, টিসিবির ট্রাক থেকে পণ্য কিনলে অন্তত ৪শ’ টাকার বেশি সাশ্রয় হয়।

এ কারণে টিসিবির লাইনে মাছ-মাংস ও সবজি বিক্রির দাবি তুলেছেন ক্রেতারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টিসিবির লাইনে দাঁড়ানো গৃহিণী খাদিজাতুল কোবরা বলেন, টিসিবি থেকে শুধু চারটা জিনিস কেনা যায়। চাল, মসুর ডাল, আলু আর তেল। মাছ-মাংস বা কোনো তরকারি পাওয়া যায় না। কিন্তু এটা দরকার। বিষয়টি ভেবে দেখতে সরকারের কাছে দাবি জানাচ্ছি। তাহলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষ আরেকটু ভালো থাকতে পারবে।

একই কথা শাহরিয়ার রোকনের মুখেও। তিনি বলেন, জিনিসপত্রের যে দাম তাতে পেরে উঠছি না। সরকারের প্রতি দাবি, টিসিবিতে যেন মাছ-মাংস-সবজিও বিক্রি করা হয়। তাহলে আমাদের মতো নিম্ন-মধ্যবিত্তদের আর কিছু লাগবে না।

এ বিষয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যবাহী ট্রাকে দায়িত্বরত একজন বলেন, নিম্নবিত্ত, মধ্যবিত্তের সঙ্গে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেসে থাকা শিক্ষার্থীরাও এখন লাইনে দাঁড়িয়ে পণ্য কিনতে আসছেন। এ সময় প্রায়ই তারা মাছ, মাংস ও তরকারি বিক্রির দাবি জানাচ্ছেন। এখন টিসিবি থেকে যদি এসব বিক্রির ব্যবস্থা করা হয় তাহলে আমরা মানুষের কাছে সেভাবেই সবকিছু পৌঁছে দেব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com