মঈন মাহমুদ: ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীন অর্জনে নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর উদ্যোগে আজ ২৩ জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে কেক কাটা হয়। এসময় মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী, মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সাবেক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শাখার স্বাচিপের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, অধ্যাপক ডা. এএইচএম জহুরুল হক সাচ্চু, অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ, অধ্যাপক ডা. সুভাষ কান্তি দে, অধ্যাপক ডা. আহসান হাবিব হেলাল, স্বাচিপের সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়াদার টিটো, সহকারী অধ্যাপক ডা. জাকির হোসেন সুমন, ডা. মোঃ জাহান শামস নিটল প্রমুখসহ স্বাচিপের কেন্দ্রীয় ও বিএসএমএমইউ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।