রাজীব কান্তি : ঢাকায় আওয়ামী লীগ এর ৭৫ তম (প্লাটিনাম জয়ন্তী) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে (শুক্রবার) রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করছে টানা চার মেয়াদে ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগ। সেখানে দেখা মিলেছে দুটি ‘হাতি’র। যা শোভাযাত্রায় আসা নেতাকর্মীদের বিশেষ দৃষ্টি কেড়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে তিনটা নাগাদ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আওয়ামী লীগের অস্থায়ী সমাবেশ মঞ্চের সামনে নিয়ে আসা হয় দুটি হাতি।
হাতি দুটির উপর দুইজন করে চারজন মাহুতকে দেখা গেছে। দলীয় কোনো নেতাকর্মী হাতির পিঠে না চাপলেও হাতির গায়ে দেখা গেছে দলীয় পোস্টার। ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমের পক্ষ থেকে হাতি দুটি নিয়ে আসা হয়। হাতির মাথার সামনে দেখা গেছে বাহাউদ্দীন নাছিমের ছবি সম্বলিত পোস্টার। এছাড়া হাতির পিঠে বাধা হয়েছে আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তৈরি করা বিশাল ব্যানার। হাতি ছাড়াও সমাবেশের শোভাবর্ধনে ব্যান্ড পার্টি, ঢোল, কৃষকের সাজ, বেলুনসহ বিভিন্ন উপকরণ। নেতাকর্মীদের ঢল ও স্লোগান শোভাযাত্রাকে বর্ণাঢ্য করে তুলেছে।
আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বর্ণাঢ্য প্লাটিনাম র্যালিতে অংশ নিতে থানা-ওয়ার্ড এবং রাজধানীর আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা অংশ নিয়েছেন। শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে এই র্যালি শুরু হয়। লাখো নেতাকর্মীর অংশ গ্রহনের মধ্যদিয়ে র্যালিটি শেষ হবে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ। এদিন ডেমরার রানীমহল থেকে সকাল ১১টায় ঢাকা দক্ষিন সিটি করপোরেশন (ডিএসসিসি) ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান পলিনের নেতৃত্বে শতাধিক মোটর সাইকেল ও ১০টি পিকআপ ভ্যান নিয়ে আ’লীগের বর্ণাঢ্য প্লাটিনাম র্যালিতে অংশ নেন। এতে পিকআপ ভ্যানের চারপাশে সরকারের টানা চার মেয়াদের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেছে ব্যানারে। ডিএসসিসি ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবুল ২৫টি ভ্যানে তিন শতাধিক নেতাকর্মী নিয়ে বাধ্যযন্ত্র বাজিয়ে র্যালিতে অংশ নেন। এদিন ঢাকা-৫ নির্বাচনী এলাকার আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল এমপি ২০ হাজার নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগের বর্ণাঢ্য প্লাটিনাম র্যালিতে অংশ নিয়ে ব্যাপক সাড়া ফেলেছেন। ডেমরা-যাত্রাবাড়ী ও আংশিক কদমতলী থানা থেকে প্রায় ৫শতাধিক মিনি ট্রাক-প্রিকআপ ভ্যানের চারপাশে সুসজ্জিত করে একটি বিশালবহর নিয়ে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে উপস্থিত হন। এসময় বার বার কেন্দ্রীয় নেতারা মাইকে তাকে অভিনন্দন জানান। মিরপুর থেকে মিছিল নিয়ে আসা আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন বলেন, আগামী ২৩ জুন আমাদের প্রাণপ্রিয় সংগঠন আওয়মী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। সেজন্য আজ আমাদের খুশির দিন। প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিলে অংশ নিয়েছি। ৯৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: মনোয়ার হোসেন সোহেলের নেতৃত্বে লাল-সবুজের ট্রি-শার্ট ও টুপি নিয়ে ২হাজার নেতাকর্মী দলের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে অংশ নিয়েছে। ৪৯নং য়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সভাপতি পদপ্রার্থী এম এ গনি মিয়া ১২টি ট্রাকে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে র্যালিতে অংশ নিয়েছেন। এরআগে সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে উপস্থিত হন। যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হারুনর রশীদ মুন্না ও ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু’র নেতৃত্বে যাত্রাবাড়ী মালঞ্চ কমিনিউটি সেন্টারের সামনে থেকে বেলা ২টায় র্যালিতে অংশ নিতে রওনা দেন। একইদিন ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবদুল আওয়াল ১২শত নেতাকর্মী নিয়ে র্যালিতে অংশ নিয়েছেন। এদিন জুমার নামাজের পর থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। বেলা তিনটা পর্যন্ত ঢাকার বিভিন্ন সংসদীয় আসন থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হন। একই সঙ্গে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের নেত্রীরা বাংলাদেশের বিশাল আকারের পতাকা নিয়ে সমাবেশস্থলে জড়ো হয়। আওয়ামী লীগের আরেক সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের সুসজ্জিত মিছিল দেখা গেছে সমাবেশস্থলে। এছাড়া শোভাযাত্রায় যোগ দিতে বাদ্য বাজনা ও সুসজ্জিত গাড়ি বহন নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন হাজারো নেতাকর্মী। ‘বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা’ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত বাসভবন ধানমন্ডি বত্রিশ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়।