1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত গড়ছে ‘বিশ্ব গণমানুষ সেবা ফাউন্ডেশন’ ফায়ার সার্ভিসের ভলান্টিয়ারদের সুযোগ-সুবিধা প্রদান ও প্রশিক্ষণের মান বৃদ্ধির চিন্তাভাবনা করছে সরকার- স্বরাষ্ট্র উপদেষ্টা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিছু দল: আমিনুল হক আমরা পুরান রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু “খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক”— আবেগঘন স্ট্যাটাসে আসিফ আকবর দাউদকান্দিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এশিয়া থেকে আন্তর্জাতিক নেতৃত্বে তারেক রহমান—নেতাকর্মীদের দৃঢ় প্রত্যাশা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারটি হলের নাম চূড়ান্তভাবে পরিবর্তন ✦ এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান ✦ জুমার নামাজের পর খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

শাকিবের বাসায় দেখা হয় অপু-বুবলীর, সময় কাটান একসঙ্গে!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ২২৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। দু’জনেই সংসার গড়েছিলেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে। তবে তাদের কারো সংসারই স্থায়ী হয়নি।

২০০৮ সালে শাকিবকে গোপনে বিয়ে করেন অপু বিশ্বাস। সেই সংসার টিকেছিল ১০ বছর। ২০১৮ সালে বিবাহবিচ্ছেদের মধ্যে দিয়ে আলাদা হয়ে যান এই জুটি।

ঠিক সে বছরই শবনম বুবলীর গলায় মালা দেন শাকিব খান। দুই বছর পর তাদের সংসারে জন্ম নেয় একটি পুত্র সন্তান। কিন্তু শাকিব-বুবলীর সেই সংসারও সুখের হয়নি। বহুদিন ধরেই আলাদা থাকছেন এই দম্পতি।

শাকিবকে ঘিরে বুবলী-অপু বিশ্বাসের সম্পর্ক মোটেও ভালো নয়। বিভিন্ন সময় একে অন্যেকে নিশানায় রেখে ‘কটাক্ষ’ করে মন্তব্য করেছেন। অপুর দাবি, বুবলীর কারণেই তার সংসার ভেঙেছে। অন্যদিকে বুবলীর দাবি, তিনি কারো সংসার ভাঙেননি। বরং অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পরই শাকিব খানকে বিয়ে করেছেন।

দুই নায়িকার সংসারেই দুইটি পুত্র সন্তান রয়েছে শাকিবের। অপু বিশ্বাসের ঘরে রয়েছে আব্রাম খান জয়, অন্যদিকে বুবলীর সংসারে শেহজাদ খান বীর। দুই সন্তানের প্রতিই যথাযথ দায়িত্ব পালন করেন ঢালিউড সুপারস্টার।

সন্তানের মায়েদের সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে প্রশ্ন থাকলেও দুই ছেলের বিষয়েই বেশ সচেতন শাকিব খান। বিভিন্ন অনুষ্ঠান, উপলক্ষ্যে কেন্দ্র করে সন্তানদের নিয়ে সময় কাটাতে দেখা যায় নায়ককে।

শাকিব কী ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে সন্তানদের সঙ্গে সময় কাটান? নাকি কখনো দুই সন্তানকে একসঙ্গে নিয়েও কোনো মুহূর্ত পার করেছেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলী জানালেন, শাকিবের বাসায় তাদের একসঙ্গে সময় কাটানো হয়েছে।

নায়িকা বলেন, ‘শাকিব খানের বাসায় আমাদের (অপু বিশ্বাস ও জয়) একসঙ্গে দেখা হয়। অনেক সময় হয় কি, আমরা একই অনুষ্ঠানে হাজির হয়েছি, সেখানে আমাদের দেখা হয়।’

বুবলী বলেন, ‘আমাদের দেখা হলে সেখানকার পরিবেশটা খুব স্বাভাবিক থাকে। শাকিব খুব পজেটিভ থাকে। বিশেষ করে জয় ও শেহজাদ খান বীরের ঘনিষ্ঠ মুহূর্তগুলোতে সে পাশে থাকে।’

অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়কে বড় ভাই হিসেবেই শেহজাদ খান বীর চেনেন মন্তব্য করে বুবলী বলেন, ‘তারা দুজনেই ভাই হিসেবে নিজেদেরকে চেনে। আমি বীরকে সবসময় বলি, জয়কে সালাম দিতে। তাদের বাবা শাকিব খানও দুজনকে শিখিয়ে দেয়, ছোট ভাইকে আদর করো। বড়কে সম্মান করো। সবাই মিলেই বাচ্চাদের নিয়ে একটি সহযোগিতাপূর্ণ সম্পর্ক থাকে।’

ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনে শাকিব খানের বাড়িতে দেখা যায় বুবলীকে। এ প্রসঙ্গে নায়িকা বলেন, ‘গেল মাসে বীরের জন্মদিনে আমরা শাকিবের বাড়িতে একসঙ্গে ইফতার করি। এরপর বাবা ও তার পরিবারের মানুষদের সঙ্গে একসাথে বসেই কেক কেটেছি।’

শাকিব খানের সঙ্গে বর্তমান সম্পর্ক কী, এমন প্রশ্নে নায়িকা জানালেন- তাদের বিচ্ছেদ হয়নি। দুজনেই সময় নিচ্ছেন। কারণ তারা চাইছেন সন্তান শেহজাদ খান বীরের ভালো একটি ভবিষ্যত নিশ্চিত করা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com