1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রাভেল পাস হাতে পেয়েছেন তারেক রহমান ঠাকুরগাঁও সুগার মিলের ৬৮তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন *তৃতীয় বিশ্ব স্কোয়াশ ফেডারেশন লেভেল-১ কোচিং কোর্স শুরু* হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ওসমান হাদির মরদেহ শরীফ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বসাধারণের শ্রদ্ধা ওসমান শরিফ হাদির মৃত্যুতে ২০ ডিসেম্বর একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শোক শরিফ ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের শোক সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি ইন্তেকাল জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

দাউদকান্দি দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৭২ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা)পতিনিধি : দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ এবং দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আগামীকাল ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে। দুই ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলবে।
দুই ইউনিয়নে মোট তিনটি পদে ৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে মোট ১১ জন ও সাধারণ সদস্য পদে ৬৩ জন এবং সংরক্ষিত পদে রয়েছেন ১৯ জন প্রার্থী।
দাউদকান্দির এ দুটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা রয়েছে ৩৪,৩৬৭জন। মোট স্থায়ী ভোট কেন্দ্র ১৯ টি। মোট ভোট কক্ষ ৯৭টি, এর মধ্যে স্থায়ী কক্ষ ৭৯ এবং অস্থায়ী ১৮ টি। পুরুষ ভোটার ১৭,৪৭৫ জন এবং মহিলা ভোটার ১৬,৮৯২ জন।
ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১৮,৫৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯,৫৩৫ এবং মহিলা ৯০২৮ জন। স্থায়ী ভোট কেন্দ্র ৯ টা এবং ভোট কক্ষ ৫০ টা। এর মধ্যে স্থায়ী ৪০ এবং অস্থায়ী ১০ টা।
দৌলতপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা রয়েছে ১৫,৮০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭,৯৪০ এবং মহিলা ভোটার ৭,৮৬৪ জন। স্থায়ী ভোট কেন্দ্র ১০ টা। মোট ভোট কক্ষ ৪৭ টা। এর মধ্যে স্থায়ী ৩৯ এবং অস্থায়ী ৮ টা রয়েছে।
দাউদকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আশরাফুন নাহার এ তথ্য নিশ্চিত করেন।
ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সদস্য পদে ৩৭ জন এবং সংরক্ষিত পদে ১০ জন রয়েছেন।
চেয়ারম্যান প্রার্থীরা হলো, নৌকা প্রতীকে মোঃ মামুনুর রশিদ, মোঃ আলী আহম্মেদ মিয়াজী (আনারস), মোঃ আনোয়ার হোসেন (চশমা), মোঃ মাহবুব আলম সবুজ (ঘোড়া), মাইন উদ্দিন (টেলিফোন), মোঃ রবিউল সিকদার (মটর সাইকেল) এবং জহিরুল ইসলাম (হাতপাখা)।
ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ভোটকেন্দ্র গুলো হলো,বাশরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বেকীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মালিখিল সরকারী প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়, ভিকতলা তালিমুল কোরআন নূরানী মাদ্রাসা, পুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, টামটা আলকারী কাওমী মাদ্রাসা এবং টামটা সরকারী প্রাথমিক বিদ্যালয়।
দৌলতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সদস্য পদে ২৬ জন এবং সংরক্ষিত পদে রয়েছেন ৯ জন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন, নৌকা প্রতীকে মাকসুদ আলম জমাদার, মইন চৌধুরী (ঘোড়া), শরীফ হোসেন (আনারস) এবং হাফেজ মাওলানা ইসমাইল হোসেন মুন্সী (হাত পাখা)।
দৌলতপুর ইউনিয়ন ভোট কেন্দ্রগুলো হলো, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাইথারদিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, রবিচন্দ্রাদি মাদ্রাসা, রফারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,কাউয়াদি মাদ্রাসা, কাউয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয়,কাউয়াদি উচ্চ বিদ্যালয়, কানাচুয়া মাদ্রাসা এবং বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিনুল হাসান জানান,সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনে ৪জন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পুলিশের পাশাপাশি, দুই প্লাটুন বিজিবি,র‌্যাব, আনসার ব্যাটালিয়ন সহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। নির্বাচন কেন্দ্র করে কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঁঞা জানান, নির্বাচন ঘিরে দুই ইউনিয়নে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। সুষ্ঠু ও শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে ভোটাররা যেন তাদের ভোট প্রয়োগ করতে পারে যে ব্যাপারে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জোরদার করা হয়েছে টহল ব্যবস্থা। নির্বাচনী এলাকায় মোটরসাইকেল অন্যান্য যানবাহনের গুলোকে নজরদারি করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com