1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত গড়ছে ‘বিশ্ব গণমানুষ সেবা ফাউন্ডেশন’ ফায়ার সার্ভিসের ভলান্টিয়ারদের সুযোগ-সুবিধা প্রদান ও প্রশিক্ষণের মান বৃদ্ধির চিন্তাভাবনা করছে সরকার- স্বরাষ্ট্র উপদেষ্টা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিছু দল: আমিনুল হক আমরা পুরান রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু “খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক”— আবেগঘন স্ট্যাটাসে আসিফ আকবর দাউদকান্দিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এশিয়া থেকে আন্তর্জাতিক নেতৃত্বে তারেক রহমান—নেতাকর্মীদের দৃঢ় প্রত্যাশা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারটি হলের নাম চূড়ান্তভাবে পরিবর্তন ✦ এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান ✦ জুমার নামাজের পর খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিরাপদ ও পুষ্টিকর খাদ্য : সবাই মিলে, সবার জন্য” প্রতিপাদ্যে ঢাকায় অনুষ্ঠিতহলো

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৯ বার দেখা হয়েছে
  •  বঙ্গনিউজবিডি রিপোর্ট : “নিরাপদ ও পুষ্টিকর খাদ্য : সবাই মিলে, সবার জন্য” প্রতিপাদ্যে ঢাকায় অনুষ্ঠিতহলো দু’দিনব্যাপী ২য় জাতীয় সম্মেলন।

সকলের জন্য নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারেরঅন্যতম রাজনৈতিক অঙ্গীকার। নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য নিরাপত্তা নিশ্চিতেকরণীয়সমূহ চিহ্নিত করা ও সম্মিলিত অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বিসেফ ফাউন্ডেশনএবং সাতটি সহ-আয়োজক সংগঠন সমূহের উদ্যোগে গত ৬ ও ৭ ডিসেম্বর২০২২, ২য় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিএআরসি মিলনায়তন, ফার্মগেট,ঢাকায় অনুষ্ঠিতব্য এই সম্মেলনের মূল অধিবেশনে প্রধান অতিথি হিসেবেউপস্থিত ছিলেন মাননীয় কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, এমপি। এছাড়াও দুইদিনব্যাপী সম্মেলনের বিভিন্ন অধিবেশনে খাদ্য ও কৃষি খাতের গুরুত্বপূর্ণ ওশীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ এবং কৃষি উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন। দু’দিনের সম্মেলনে ৫টি কারিগরী অধিবেশনে নিারপদ ও পুষ্টিকর খাদ্যেও চ্যালেঞ্জমোকাবেলায় করণীয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সম্মেলনের অন্যতম উদ্দেশ্য নিরাপদও পুষ্টিকর খাদ্য ব্যবস্থাপনায় কৃষক ও খাদ্য উদ্যোক্তাদের মধ্যে সহজ শর্তে ওজটিলতামুক্ত আর্থিক প্রবাহ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানেকৃষিমন্ত্রী ডঃ মোঃ আব্দুর রাজ্জাক মন্ত্রী বলেন, সারাদেশে কৃষি উদ্যোক্তাদেরসহায়তা দিতে আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহŸান জানান। মন্ত্রীবলেন, দেশের বড় এক জনগোষ্ঠী এখনও বেকার। তাদেরকে উদ্যোক্তায় পরিণত করতে হবে।সরকারের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। এর জন্যনাগরিক উদ্যোগকে আরও জোরদার করা প্রয়োজন। অনুষ্ঠানে বক্তাগণ বলেন, নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের নিশ্চয়তা বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার হওয়া সত্তে¡ও শুধু সরকারের একার পক্ষে তা নিশ্চিত করা সম্ভব নয়।এর জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। বাংলাদেশ খাদ্য উৎপাদনে অনেক উন্নতিকরলেও কোভিড-১৯ এবং বৈশি^ক যুদ্ধাবস্থা আমাদেও খাদ্য নিরাপত্তাকে ঝুঁকিরমধ্যে ফেলেছে। বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার কোন সম্ভাবনা নেই তবে প্রান্তজনেরমানুষ যেন পুষ্টিকর খাবার আরও বেশি করে গ্রহণ করতে পারে সেটা নিশ্চিত করতেহবে। মানুষের মধ্যে পুষ্টি সচেতনতা জোরদারকরণে তরুণদের বেশি বেশি সম্পৃক্তকরার উপর জোর দিতে হবে। একটি নাগরিক প্লাটফর্ম গঠন এবং সবাই মিলে সবারজন্য কাজ করার ব্রত গ্রহণ করলে বাংলাদেশ তার রূপকল্প-২০৪১ সহজেই অর্জিত হতেপারে। বিসেফ ফাউন্ডেশন এর সভাপতি কৃষিবিজ্ঞানী ডঃ মোহাম্মদ জয়নুল আবেদীন এরসভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখেন ইউনাইটেডকমার্শিয়াল ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, বাংলাদেশ কৃষিগবেষণা কাউন্সিল এর নির্বাহী চেয়ারম্যান ডঃ শেখ মোহাম্মদ বখতিয়ার, ফ ফউশন: ২/৮ ক এফ, , ক -১২০৭, ফন: ০১৭ ০৭০৭ ২০২১, ০১৭ ৫৬০২ ৪১৪৩, ভড়ঁহফধঃরড়হনংধভব@মসধরষ.পড়স
এমিরিটাস অধ্যাপক ডঃ সাত্তার মন্ডল, বিএআরআই মহাপরিচালক ডঃ দেবাশীষসরকার, ডঃ কৃষি গবেষণা ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ডঃ জীবন কৃষ্ণবিশ^াস, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সদস্য মঞ্জুর মোর্শেদ, অধ্যাপক ডঃআব্দুল আলীম, এসিআই এগ্রো লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ডঃ এফ এইচআনসারী, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এর কান্ট্রি ডিরেক্টর সাইকা সিরাজ,পলিসি লিংক এর কান্ট্রি লিড ফাহিম খান, হারভেষ্ট প্লাস এর কান্ট্রি ডিরেক্টর ডঃখায়রুল বাশার, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, গণমাধ্যম ব্যক্তিত্ব রেজাসিদ্দিক, সাংবাদিক ইউনূস আলী, বারহাট্টা নেত্রকোণা থেকে আগত ইউপিচেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com