এস এম শাহ্ জালাল সাইফুল : কুমিল্লা | ২০ জানুয়ারি
কুমিল্লা জেলার বৃহত্তর দাউদকান্দি, মেঘনা ও তিতাস উপজেলার রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল নাম—সাবেক গণপরিষদ সদস্য, পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা, সৎ ও ন্যায়পরায়ণ গণমানুষের নেতা মরহুম আব্দুর রশিদ ইঞ্জিনিয়ার-এর ২০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছে সর্বস্তরের মানুষ।
রাজনীতিতে আপসহীন সততা, প্রশাসনে দক্ষতা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলস সংগ্রামের জন্য মরহুম আব্দুর রশিদ ইঞ্জিনিয়ার আজও দাউদকান্দি–মেঘনা–তিতাস অঞ্চলের মানুষের হৃদয়ে অমলিন। মুক্তিযুদ্ধকালীন সময়ে সংগঠক হিসেবে তাঁর সাহসী ভূমিকা এবং স্বাধীনতা-উত্তর বাংলাদেশ গঠনে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
গণপরিষদ থেকে জাতীয় সংসদ—প্রতিটি পর্বেই তিনি ছিলেন মানুষের আস্থার প্রতীক। উন্নয়ন, শিক্ষা ও সামাজিক ন্যায়ের প্রশ্নে তাঁর স্পষ্ট অবস্থান এবং দুর্নীতিবিরোধী দৃঢ়তা রাজনৈতিক অঙ্গনে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
এই দিনে পরিবার-পরিজন, সহযোদ্ধা ও রাজনৈতিক সহকর্মীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও স্মরণানুষ্ঠানে অংশ নিচ্ছেন। আমরা সবাই আল্লাহ পাকের দরবারে দোয়া করি—মহান আল্লাহ যেন মরহুম আব্দুর রশিদ ইঞ্জিনিয়ারকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন।