দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি — দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের পালপাড়া ইয়াং স্টার ফুটবল টুর্নামেন্ট–২০২৬ইং-এর ফাইনাল ম্যাচ শনিবার (১৭ জানুয়ারি ২০২৬খ্রি.) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, যুবসমাজই জাতির সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে হলে খেলাধুলা ও সুস্থ সংস্কৃতিচর্চার বিকল্প নেই। তিনি যুবকদের মাদক ও সব ধরনের অসামাজিক কার্যক্রম থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, মাঠের খেলাই পারে তরুণদের শারীরিক-মানসিক বিকাশ নিশ্চিত করতে এবং সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে।
তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব ও সহনশীলতা গড়ে তোলে। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও খেলাধুলার পৃষ্ঠপোষকতার আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম এবং যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তার। এছাড়াও মারুকা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে ফাইনাল ম্যাচটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, যুবসমাজকে সুস্থ বিনোদন ও ইতিবাচক চর্চার সঙ্গে যুক্ত করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা