বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : ফেনীর কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান এবং ফেনী-৩ (দাগনভূঁইয়া–সোনাগাজী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব আবদুল আউয়াল মিন্টু প্রতীক বরাদ্দের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর যেকোনো সুবিধাজনক দিনে ফেনীতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে ফেনী থেকে প্রকাশিত সব দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদক-প্রকাশক, জাতীয় পত্রিকার ফেনী প্রতিনিধি, স্থানীয় ও জাতীয় অনলাইন গণমাধ্যমের সম্পাদক-প্রকাশক ও জেলা প্রতিনিধি, সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের ফেনী প্রতিনিধি, মাল্টিমিডিয়া সাংবাদিক এবং ইউটিউব চ্যানেলের প্রতিনিধিরা অংশ নেবেন।
এছাড়া ফেনীর পার্শ্ববর্তী জেলাগুলোর আঞ্চলিক পত্রিকার প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সভার নির্দিষ্ট তারিখ ও সময় প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনাব আবদুল আউয়াল মিন্টুর রাজনৈতিক ভাবনা, নির্বাচনী রূপরেখা ও ফেনী-৩ আসনের উন্নয়ন পরিকল্পনা গণমাধ্যমের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতেই এই মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।