দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : গতকাল বিকেলে গোয়ালমারী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কালারকান্দি গ্রামে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মানবিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আলাদ হোসেন। এ সময় তিনি বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই রাজনীতির মূল শিক্ষা। বিএনপি সব সময় সাধারণ মানুষের কষ্ট লাঘবে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক অসহায় মানুষ শীতবস্ত্র গ্রহণ করেন। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ ধরনের মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন স্থানীয় সচেতন