মোঃ সবুর শেখ,ফুলতলা উপজেলা প্রতিনিধি : খুলনা জেলার প্রবেশদ্বার খ্যাত ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোস্তফা কামাল সাহেবের উদ্দোগে ০৪/০১/২০২৬ ইং তারিখ বিকাল ০৩-০০ ঘটিকার সময় ফুলতলা থানা চত্বরে এক মতবিনিময় সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত সভায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, মাননীয় পুলিশ সুপার, খুলনা মহোদয়। উক্ত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জনাব এস. এম আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ খায়রুল আনাম বিপিএম- সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, বি-সার্কেল, খুলনা মহোদয়। এছাড়া আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন দুটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন, জনাব এটিএম গাউসুল আজম হাদি, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা।জনাব শেখ আবুল বাশার, আহ্বায়ক, ফুলতলা উপজেলা বিএনপি। জনাব আব্দুল আলীম মোল্লা, আমীর, ফুলতলা উপজেলা জামায়াতে ইসলামী সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, ইমাম, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। আলোচনা সভায় প্রধান অতিথি মহোদয় সকলের কাছে সহযোগিতায় কামনা করে বলেন অবৈধ অস্ত্র ও মাদকের সাথে যে বা যাহারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোন ধরনের তদবির চলবে না। এক্ষেত্রে এই অঞ্চলের অপরাধীদের বিরুদ্ধে পুলিশের কাছে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে অনুরোধ করেন এবং সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে নির্দেশ দেন।