1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর রায়পুরায় সন্ত্রাস দমনে কম্বিং অপারেশন আসছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জেগে ওঠো জাতি—ন্যায় তোমার হাতে আগুন হয়ে অপেক্ষা করছে বিচারবহির্ভূত হত্যা–গুমের সবচেয়ে বড় শিকার বিএনপি: তারেক রহমান বিজিএমইএ’র বিশেষ স্বাস্থ্যসেবা সম্প্রসারণে আরও ৪ হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর লাগডিয়া বলরুমে নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের নবনির্বাচিত কমিটির জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান সম্পন্ন দাউদকান্দির চন্দ্রশেখরদীতে ভূমিদস্যূর কবলে শাহজালাল : পৈত্রিক ভিটে রক্ষায় যুদ্ধ করছেন বৃদ্ধ কৃষক খালেদা জিয়ার দুই পুত্রবধূ—শর্মিলা রহমান ও ড. জোবাইদা রহমান—এখন তাঁর সবচেয়ে বড় শক্তি বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন দাউদকান্দিতে মেঘনা–গোমতী সেতুর নিচে বোমা সদৃশ বস্তু উদ্ধার, নিরাপত্তা জোরদার ১৬ ডিসেম্বর: বিজয়ের ৫৪ বছরে নতুন রেকর্ডের দিন

বিজিএমইএ’র বিশেষ স্বাস্থ্যসেবা সম্প্রসারণে আরও ৪ হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি  : বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) তার সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের জন্য উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আরও চারটি স্বনামধন্য হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এর মধ্য দিয়ে বিজিএমইএ’র বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধার পরিধি আরও বিস্তৃত হলো।

মঙ্গলবার (আজ) রাজধানীর উত্তরায় বিজিএমইএ সভাকক্ষে এই স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নতুন করে যে চারটি হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে, সেগুলো হলো—
ঢাকা ইমপেরিয়াল হাসপাতাল পিএলসি, ইবনে সিনা ট্রাস্ট, শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল এবং ইয়র্ক হসপিটাল লিমিটেড।

বিজিএমইএ’র পক্ষ থেকে এমওইউতে সই করেন ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান। অন্যদিকে হাসপাতালগুলোর পক্ষ থেকে সই করেন—

ঢাকা ইমপেরিয়াল হাসপাতাল পিএলসি’র পরিচালক মোঃ আনিসুর রহমান,

ইবনে সিনা ট্রাস্টের এজিএম ও ডেপুটি হেড অব বিজনেস ডেভেলপমেন্ট জিএম তারিকুল ইসলাম,

শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের বোর্ড ডিরেক্টর ফুতোশি কোনো,

ইয়র্ক হসপিটাল লিঃ এর পরিচালক (এবং বিজিএমইএ’র সাবেক পরিচালক) নজরুল ইসলাম।

মোট ১৪টি হাসপাতালের মাধ্যমে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা

এই নতুন চারটি হাসপাতাল যুক্ত হওয়ার ফলে এখন থেকে বিজিএমইএ’র সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা মোট ১৪টি শীর্ষস্থানীয় হাসপাতাল থেকে বিশেষ ডিসকাউন্ট রেটে চিকিৎসা ও ডায়াগনস্টিক সুবিধা গ্রহণ করতে পারবেন। বিজিএমইএ আশা করছে, এতে বিদেশমুখী চিকিৎসা নির্ভরতা কমে দেশের মধ্যেই মানসম্মত চিকিৎসা গ্রহণে উৎসাহ বাড়বে।

আশুলিয়ায় বৃহৎ হাসপাতাল নির্মাণে সহযোগিতার প্রত্যাশা

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান পোশাক খাতের উদ্যোক্তা ও শ্রমিকদের কল্যাণে বিজিএমইএ’র অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি জানান—
বিজিএমইএ আশুলিয়া অঞ্চলে শ্রমিকদের জন্য একটি বৃহৎ আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। আজকের এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ভবিষ্যতে সে হাসপাতাল পরিচালনায় স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা নিশ্চিত করাই অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, “সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে পোশাক খাতে একটি স্থায়ী ও উন্নত স্বাস্থ্যসেবা কাঠামো গড়ে তোলা সম্ভব।”

উপস্থিতি ও শুভেচ্ছা বক্তব্য

স্বাগত বক্তব্য দেন বিজিএমইএ’র পরিচালক মোহাম্মদ সোহেল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

পরিচালক মোঃ হাসিব উদ্দিন,

পরিচালক মোহাম্মদ সোহেল,

প্রেস, পাবলিকেশন অ্যান্ড পাবলিসিটি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ কবির,

মিরপুর হেলথ কেয়ার সেন্টারের চেয়ারম্যান খন্দকার মহিদুর রহমান শাহীন,

টিবি কন্ট্রোল অ্যান্ড ডেঙ্গু কমিটির চেয়ারম্যান নুরুল তপন,

ইয়র্ক হসপিটাল লি. এর ব্যবস্থাপনা পরিচালক মল্লিক নাসিম আহসান,
এবং সংশ্লিষ্ট হাসপাতালগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বাক্ষরকারী হাসপাতালগুলোর প্রতিনিধিরা বলেন, দেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্প—পোশাকখাতের মানুষের পাশে দাঁড়াতে পেরে তারা গর্বিত ও আনন্দিত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com