বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন তার পুত্রবধূ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
আজ শুক্রবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে তাকে বহনকারী গাড়িবহর এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। এর আগে তিনি লন্ডন থেকে উড়োজাহাজযোগে সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে তিনি ভিআইপি গেট দিয়ে বের হয়ে সরাসরি হাসপাতালে রওনা দেন।
বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেশ কিছুদিন ধরে তিনি এ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম সার্বক্ষণিকভাবে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে।
দলীয় সূত্রে জানা গেছে, ডা. জুবাইদা রহমান মূলত অসুস্থ শাশুড়ী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি ও ব্যবস্থাপনা তদারকির উদ্দেশ্যেই ঢাকায় এসেছেন। তার আগমনকে কেন্দ্র করে দলের উচ্চপর্যায়ে গুরুত্বপূর্ণ বৈঠক ও চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত আসতে পারে বলেও আলোচনা চলছে।
এদিকে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে এরই মধ্যে রাজনৈতিক মহলেও ব্যাপক উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে। দেশবাসী তার দ্রুত সুস্থতা কামনা করেছে।