বঙ্গ নিউজ বিডি কলকাতা প্রতিনিধি : আজ ৬ই জানুয়ারি মঙ্গলবার, ঠিক দুপুর বারোটায় , অল ইন্ডিয়া মাইগ্র্যান্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের আহবানে, এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক তপন মুখার্জির উদ্যোগে, এ আই ইউ টি ইউ সি অনুমোদিত, কয়েকশো পরিযায়ী শ্রমিক সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত হয়ে, বেলা ১:৩০ নাগাদ মিছিল করে এস এন ব্যানার্জি রোড ধরে, ধর্মতলা ডরিনা ক্রসিং হয়ে ওয়াই চ্যানেলে জমায়েত হন এবং একটি সংক্ষিপ্ত সভা করে, ৬ দফা দাবী নিয়ে , রাজ্যপাল এবং কেন্দ্রীয় রাজ্য শ্রম দপ্তরের ডেপুটেশন দিলেন।
কয়েকশো পরিযায়ী সদস্য এই মিছিল ও ডেপুটেশনে অংশগ্রহণ করেন, এই সভা থেকে ঘোষণা করেন, সকল পরিযায়ী সদস্যদের উদ্দেশ্যে, আজকে ডেপুটেশন দেওয়ার পর কি বার্তা দেয়, কাহার উপর ভিত্তি করে গ্রামে গ্রামে প্রচার করার।
তাহারা বলেন উড়িষ্যা সহ বিভিন্ন রাজ্যে sir এর নামে যেভাবে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করা হচ্ছে, নিপীড়ন চালাচ্ছে আমরা এর তীব্র ঘৃণা করি। খেটে খাওয়া মানুষের উপর কিসের নির্যাতন, ডকুমেন্টস থাকা সত্ত্বেও কেন তাহাদের উপর নিপীড়ন চালানো হচ্ছে। অবিলম্বে বন্ধ করতে হবে এবং তাদের সুরক্ষা দিতে হবে।
আমাদের দাবী…..
যে সকল পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছেন তাদের সুরক্ষা দিতে হবে।।
অবিলম্বে পরিযায়ী শ্রমিকদের উপর নিপীড়ন বন্ধ করতে হবে।।
পরিযায়ী শ্রমিকদের সরকারি পরিচয় পত্র দিতে হবে ।
নিপীড়ন ও দুর্ঘটনায় মৃত ও আহতদের সম্মানজনক ক্ষতিপূরণ দিতে হবে।
ঘুরপথে এনআরসি চালু করার এবং বর্তমান এস আই আর বাতিল করতে হবে।
ভিন রাজ্যে বাংলাভাষীসহ অন্য পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থা বন্ধ করতে হবে।
স্থায়ী ঠিকানার ভোটার লিস্টে পরিযায়ী শ্রমিকের নাম বাদ দেওয়া চলবে না
এই সকল দাবিকে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে আগত পরিযায়ী শ্রমিকরা আজ সমস্ত দপ্তরে ডেপুটেশন দিয়ে জানিয়ে দেন , যদি সরকার বিবেচনা না করেন , তাহলে আরও বৃহত্তর আন্দোলন করবেন এই পরিযায়ী শ্রমিকরা, যাহারা পেটের জ্বালায় বিদেশে গিয়ে কাজ করে থাকেন, তাহাদের পরিবারের মুখে অন্ন তুলে দিতে, সরকার তাদের উপরে নিপীড়ন চালিয়ে যাচ্ছেন। যাহারা আমাদের কারিগর। যাহার ছাড়া আমরা অচল।
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ