1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত গড়ছে ‘বিশ্ব গণমানুষ সেবা ফাউন্ডেশন’ ফায়ার সার্ভিসের ভলান্টিয়ারদের সুযোগ-সুবিধা প্রদান ও প্রশিক্ষণের মান বৃদ্ধির চিন্তাভাবনা করছে সরকার- স্বরাষ্ট্র উপদেষ্টা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিছু দল: আমিনুল হক আমরা পুরান রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু “খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক”— আবেগঘন স্ট্যাটাসে আসিফ আকবর দাউদকান্দিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এশিয়া থেকে আন্তর্জাতিক নেতৃত্বে তারেক রহমান—নেতাকর্মীদের দৃঢ় প্রত্যাশা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারটি হলের নাম চূড়ান্তভাবে পরিবর্তন ✦ এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান ✦ জুমার নামাজের পর খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

‘স্লিম’ স্মার্টফোন বিষয়ে পুরাতন ধারণা ভেঙে দেবে আসন্ন অপোর ‘এ৫এক্স’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৩৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : গ্যাজেট নিয়ে বাংলাদেশিদের ভিন্ন রকমের আবেদন ও উৎসাহ রয়েছে। আর তাই চায়ের দোকান থেকে শুরু করে প্রযুক্তি বিষয়ক আলোচনা-আড্ডা জমে উঠে গ্যাজেট শপ পর্যন্ত। এসব কথোপকথনের একটা জনপ্রিয় টপিক হচ্ছে- “পাতলা ফোন মানেই, দুর্বল পারফরম্যান্স। অনেক ক্ষেত্রে দেখা যায়, অধিকাংশ ক্রেতাদের এই ধারণার পক্ষে মত দেন টেক বিষয়ক কিছুটা জানাশোনা থাকা ব্যক্তিরাও। একই ভাবনার প্রতিফলন দেখা যায় বিভিন্ন মোবাইল মার্কেটেও। তবে স্মার্টফোন ব্র্যান্ড অপো’র ‘এ৫এক্স’ খুব শীঘ্রই বাজারে আসবে প্রথাগত এসব ধারণা ভেঙে দিয়ে নতুন রেকর্ড তৈরির জন্যই!

অপো ‘এ৫এক্স’; স্লিমই যখন শক্তিশালী: বাংলাদেশে শিগগিরই উন্মোচিত হতে যাওয়া ‘এ৫এক্স’ অপো ব্র্যান্ডের এ-সিরিজ লাইন আপের অভিনব এক ডিভাইস; যা কি না স্মার্টফোন বিষয়ে তথাকথিত ধারণাই পাল্টে দেবে। এটি মাত্র ৭.৯৯এমএম পাতলা। স্লিক ডিজাইনের জন্য ডিভাইসের পারফরম্যান্স সেক্রিফাইস করতে হয়, এ মোবাইলটি এমন ধারণার সম্পূর্ণ বিপরীত।
এই স্মার্টফোনটি যেভাবে দৃষ্টিনন্দন গড়ন ও কার্যক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরি করেছে তা সত্যিই প্রশংসনীয়। সাধারণত স্লিম ডিভাইসের স্মার্টফোনে গড়পড়তা মানের ব্যাটারি পারফরম্যান্স থাকলেও অপো এই প্রেক্ষাপটে পরিবর্তন আনতে চাইছে। অপোর ‘এ৫এক্স’ এ রয়েছে ৬০০০এমএএইচ এর বৃহৎ সক্ষমতার ব্যাটারি। স্ট্রিমিং, শিক্ষািউপকরণ, কাজ অথবা যোগাযোগের জন্য মর্ডান ইউজারদের যা কি না কাঙ্খিত চাওয়া।
ডিজাইনে-ই কনফিডেন্স: এই স্মার্টফোনের দৃষ্টিনন্দন নকশা সহজেই যে কারো মন কাড়বে; যা কি না দুইটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। একটি হচ্ছে- লেজার হোয়াইট এবং আরেকটি হচ্ছে মিডনাইট ব্লু। এসব ডিজাইন অপোর আভিজাত্য ও ঐতিহ্যই তুলে ধরে। এ স্মার্টফোনের স্লিম বডি শুধু দেখতেই প্রিমিয়াম মনে হয় না, এটি স্টাইলিশও এবং সহজেই পকেট, পার্স কিংবা হাতের মুঠোয় বন্দি করা যায়।
তাই এ৫এক্স’ শুধু নান্দনিক আবেদন নয়, প্রথাগত ধারণার প্রতি এক ধরনের চ্যালেঞ্জও। কোনো কম্প্রোমাইজ না করেই সেরা প্রযুক্তি অভিজ্ঞতা দিবে এ স্মার্টফোনটি। অপো প্রত্যাশা করে বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা বিষয়ে বাংলাদেশিরা এবার নতুন করে ভাববে।
পুরনো প্রথাগত ভাবনা ও অপোর ‘এ৫এক্স’: বাংলাদেশে অনেক বছর ধরেই একটি ভাবনা প্রচলিত আছে যে, পাতলা ফোন সেরা পারফরম্যান্স দিতে পারে না। সাধারণ ক্রেতারা স্মার্টফোন কেনার আগে এ বিষয়টি মাথায় রাখেন। তাই বন্ধুদের সঙ্গে কিংবা বিক্রেতার সাথে আলোচনায় কোনো তথ্য প্রমাণ ছাড়াই আরো ভারী ফোন কেনার কথা মাথায় আসে গ্রাহকদের।
অপোর ‘এ৫এক্স’ পুরনো এই মিথ ভাঙছে। এটি সাধারণ কোনো ডিভাইস নয় বরং পুরনো ভাবনাকে চ্যালেঞ্জ করার মতোই একটি স্মার্টফোন। অপো গ্রাহকদের বলতে চাইছে- আপনাদের স্টাইল কিংবা কার্যকারিতা যেকোনো একটি বেছে নেবার দরকার নেই বরং আপনারা চাইলে দুটোই একসাথে পেতে পারেন। পাতলা একটি স্মার্টফোন পাবার আকাঙ্ক্ষা আর পারফরম্যান্সের কথা ভেবে বিসর্জন দিতে হবে না।
অভিনব ডিজাইন: প্রযুক্তিগত উদ্ভাবনে অপো অন্যতম বৈশ্বিক লিডার। এটি ডিজাইনে নতুনত্ব আনার পাশাপাশি মানুষের চাহিদার কথাও শুনছে। বাংলাদেশের মতো স্মার্টফোন বাজারে গ্রাহকদের বিচিত্র ধরনের চাহিদা রয়েছে। অপো এমন সব ডিভাইস গ্রাহকদের উপহার দিয়ে আসছে, যা শুধু ট্রেন্ড তৈরিই করে না বরং সেগুলোকে পুনর্নিমাণ করে।
‘এ৫এক্স’ এর মাধ্যমে অপো আবারো প্রমাণ করছে উদ্ভাবন বলতে শুধুমাত্র সার্বাধুনিক প্রযুক্তির ব্যবহারকে বুঝায় না। তা দীর্ঘসময়ের কোনো প্রথাগত ধারণাকে চ্যালেঞ্জ করাও হতে পারে। পাতলা ফোনে ব্যাটারি লাইফ কম থাকে বা দীর্ঘস্থায়ী নয় এমন ধারণার ইতি টানলো ‘এ৫এক্স’।
শিগগিরই আসছে বাংলাদেশে: বাংলাদেশের স্মার্টফোন ল্যান্ডস্কেপে পরিবর্তন আসছে। অপো দেশের মানুষের এই চাওয়া ও প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই অপোর আসন্ন ফোন ‘এ৫এক্স’ শুধুমাত্র একটি নতুন স্মার্টফোনের লঞ্চ নয় বরং পাতলা স্মার্টফোনকে নতুন চোখে দেখার জন্য ব্যবহারকারীদের বিশেষ আমন্ত্রণ বার্তা।

 

 

 

 

 

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com