বঙ্গনিউজবিডি রিপোর্ট : “সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম শাহদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস” উপলক্ষ্যে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গন, বাংলাদেশ আওয়ামী লীগ, ২৩ বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মোঃ জামাল উদ্দিন চৌধুরী। আলোচনা সভায় সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব অধ্যাপক ডা. মোঃ কামরুল হাসান মিলন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন (০১) বার মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফী, সভাপতি, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগ, (০২) জনাব হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর (দক্ষিণ), বাংলাদেশ আওয়ামী লীগ, (০৩) জনাব শেখ ফজলে শামস পরশ, চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, (০৪) মাইনুল হোসেন খান নিখিল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, (০৫) জনাব গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, (০৬) জনাব একেএম আফজালুর রহমান বাবু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, (০৭) সাদ্দাম হোসেন, সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, (০৮) শেখ ওয়ালী আসিফ ইনান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি ১৫ আগস্টের নির্মম ঘটনায় নিহত সবার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধু এদেশের লাখো- কোটি বাঙালিরই শুধু নয়, বিশ্বব্যাপী স্বাধীনতাকামী মানুষের জন্যও প্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবেন। জনাব ওবায়দুল কাদের এমপি আরো বলেন মির্জা ফখরুলের নেতিবাচক রাজনীতির জন্য বিএনপিকে সারাজীবন বিরোধী দল হিসেবেই থাকতে হবে। উন্নয়ন আর বিশ্বের বিভিন্ন সংস্থার জরিপ দেখে বিএনপির আজ মাথা খারাপ হয়ে গেছে। আইএফএম উন্নয়নের জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন, তাতে বিএনপির অন্তর জ্বালা শুরু হয়েছে। বিএনপি সহবস্থানের সব দরজা বন্ধ করে দিয়েছে এবং বিএনপি আজকে সন্ত্রাস আর ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে। তিনি আরো বলেন তত্ত্বাবধায়ক সরকার হবে না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়বে না, নির্বাচন: হবে নির্বাচন কমিশনার এর অধীনে। সবশেষে বর্তমান সময়ের ভয়াবহ ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আহবান জানান।