1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
দেশেই চিকিৎসা নিতে আগ্রহী বেগম খালেদা জিয়া ও ডা. জোবাইদা রহমান কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের সাংহাইয়ে এশিয়া-প্যাসিফিক থিয়েটার ফেস্টিভ্যালের মুখ্য সংগঠক বাংলাদেশের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন *ফ্রস্ট ব্লাস্ট টি-২০: রানার্স-আপ বসুন্ধরা স্ট্রাইকার্স * অবিস্মরণীয় ৬ ডিসেম্বর: গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের ডাক তারেক রহমানের ফেনী হানাদার মুক্ত দিবস উপলক্ষে শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে পুষ্পস্তবক অর্পন তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে যাবে বিএনপি: আমীর খসরু ❝ধানের শীষ❞–এর পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে দাউদকান্দিতে উঠান বৈঠক কৃত্রিম সংকটে এক লাফে কেজিতে ৩০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম তৃতীয়বারের মতো পেছাল খালেদা জিয়ার লন্ডন যাত্রা

সাংহাইয়ে এশিয়া-প্যাসিফিক থিয়েটার ফেস্টিভ্যালের মুখ্য সংগঠক বাংলাদেশের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯ বার দেখা হয়েছে

জাকির মোস্তাফিজ মিলু,ঠাকুরগাঁও।। ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রখ্যাত অধ্যাপক ড. ইসরাফিল শাহীন ২০২৫ সালের ১৮তম ‘এশিয়া-প্যাসিফিক বন্ড অব থিয়েটার স্কুলস ফেস্টিভ্যাল ও ডিরেক্টর্স’ কনফারেন্সের মুখ্য সংগঠক ও মূল বক্তা হিসেবে ভূমিকা পালন করেছেন। গত ২৮ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চীনের ঐতিহ্যবাহী সাংহাই থিয়েটার একাডেমি (STA) -তে এই আন্তর্জাতিক উৎসবটি অনুষ্ঠিত হয়।
অধ্যাপক শাহীন জানান, ২৯ নভেম্বর অনুষ্ঠিত আন্তর্জাতিক ফোরাম ‘থিয়েটারের ভবিষ্যৎ ও কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক অধিবেশনে তিনি মূল বক্তা হিসেবে বক্তব্য দেন। তাঁর বক্তৃতার বিষয় ছিল সরাসরি ও ডিজিটাল থিয়েটারের মধ্যে
বক্তৃতায় তিনি তুলে ধরেন, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কীভাবে সরাসরি থিয়েটারের ক্ষণস্থায়ী অভিজ্ঞতাকে নথিভুক্তকরণ, সংরক্ষণ, তাৎক্ষণিক অভিনয় ও অংশগ্রহণমূলক গল্প বলার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি দীর্ঘস্থায়ী ও পারস্পরিক শিল্প-অভিজ্ঞতায় রূপ দেওয়া যায়।
উৎসব চলাকালে অধ্যাপক ইসরাফিল শাহীন নাটক ও থিয়েটারবিষয়ক একাধিক মাস্টারক্লাস, কর্মশালা, সেমিনার ও আলোচনা সভা পরিচালনা করেন। তাঁর পরিচালিত বিশেষ মাল্টিমিডিয়া কর্মশালা ‘পরিবেশনার মাধ্যমে আরোগ্য’-এ বাংলাদেশের কিশোর সংশোধনাগার ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে পরিচালিত নাট্যভিত্তিক পুনর্বাসন কার্যক্রমের বিভিন্ন উদাহরণমূলক অভিজ্ঞতা আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের সামনে উপস্থাপন করা হয়।
অধ্যাপক শাহীন এই সপ্তাহব্যাপী গুরুত্বপূর্ণ আয়োজনে শুধু কি নোট স্পিকার হিসেবেই নন, বরং থিয়েটার বিষয়ক “মাস্টারক্লাস, কর্মশালা, সেমিনার ও সিম্পোজিয়াম সেশন” পরিচালনা করেন। তিনি তার দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ গবেষণা—বিশেষ করে “কারা থিয়েটার, কিশোর সংশোধনাগার ভিত্তিক থিয়েটার এবং মানসিক স্বাস্থ্য থেরাপিউটিক থিয়েটার” নিয়ে তার কাজ ও অভিজ্ঞতা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেন।
এ বছরের আয়োজনে চীন, ভারত, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইনসহ ২৫টির বেশি দেশ থেকে শিক্ষক, গবেষক, নাট্যপরিচালক ও শিক্ষার্থীরা অংশ নেন।
উৎসবের পরবর্তী পর্বে অধ্যাপক ইসরাফিল শাহীন ৪, ৫ ও ৬ ডিসেম্বর সাংহাই থিয়েটার একাডেমির নাট্যসাহিত্য বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে নরওয়ের সমকালীন বিশ্বনন্দিত নাট্যকার জন ফসে-এর নাটক ‘শরতের স্বপ্ন’ নিয়ে একটি নিবিড় কর্মশালা পরিচালনা করছেন।

শাংহাই থিয়েটার একাডেমি (এসটিএ)-এর গৌরবময় ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই উৎসবে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ২৫ টিরও বেশি দেশের থিয়েটার স্কুল থেকে পরিচালক, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও শিল্পীরা অংশ নেন। এবারের উৎসবের উল্লে­খযোগ্য অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে—চীন, ভারত, কোরিয়া, সিঙ্গাপুর, হংকং, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন এবং বাংলাদেশ।
সমকালীন ইউরোপীয় নাট্যজগতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জন ফসে ২০২৩ সালে নোবেল সাহিত্য পুরস্কার অর্জন করেন। তাঁর নাট্যচর্চার প্রধান বৈশিষ্ট্য হলো সংযত নির্মাণভঙ্গি, নীরবতার ভাষা এবং মানবসম্পর্কের টানাপোড়েনের গভীর অনুসন্ধান। শরতের স্বপ্ন নাটকে সময়, স্মৃতি, পুনর্মিলন, বিচ্ছেদ ও সম্পর্কের অন্তর্লৌকিক যন্ত্রণা একধরনের কাব্যিক নীরবতার মধ্য দিয়ে প্রকাশ পায়, যেখানে অপ্রকাশিত অনুভূতিই হয়ে ওঠে নাটকের প্রধান শক্তি।

এই কর্মশালায় অধ্যাপক শাহীন শিক্ষার্থীদের সঙ্গে নাট্যগঠনের কাঠামো, অন্তর্নিহিত ভাব, গতি ও ছন্দ, চরিত্রের অস্তিত্বগত সংকট এবং সংযত দৃশ্য-নির্মাণ নিয়ে কাজ করছেন। একই সঙ্গে পাঠনাট্য, পরিবেশনাভিত্তিক বিশ্লেষণ, নীরবতার নাট্যতত্ত্ব এবং কবিতামূলক অভিনয়ের দৃষ্টিভঙ্গি নিয়েও শিক্ষার্থীদের সঙ্গে গভীর আলোচনায় যুক্ত হন তিনি।

অধ্যাপক ইসরাফিল শাহীন (মোহাম্মদ ইসরাফিল) বাংলাদেশের একজন খ্যাতিমান থিয়েটার নির্দেশক, গবেষক ও শিক্ষক। ১৯৬৪ সালে জন্মগ্রহণকারী এই নাট্যব্যক্তিত্ব ভারতের জাতীয় নাট্যবিদ্যালয় থেকে ১৯৯১ সালে স্নাতক সম্পন্ন করেন। পরে ১৯৯৯ সালে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের পথনাট্য বিষয়ে গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ও পারফরম্যান্স স্টাডিজ বিভাগে তিনি দীর্ঘদিন শিক্ষকতা করছেন এবং ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক অঙ্গনেও ইসরাফিল শাহীনের সক্রিয় ভূমিকা রয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান, দক্ষিণ কোরিয়া, চীন, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিসর, ফিলিপাইন, ইতালি, স্পেন, পোল্যান্ড, ফ্রান্স, চেক প্রজাতন্ত্রসহ বহু দেশে তিনি নাট্য কর্মশালা, গবেষণা কার্যক্রম ও একাডেমিক পরামর্শ প্রদান করেছেন। তাঁর নির্দেশনার প্রধান বৈশিষ্ট্য হিসেবে পদ্ধতিগত অভিনয়, স্থানীয় নাট্যরীতি, নৃবৈজ্ঞানিক বিশ্লেষণ এবং সংযত দৃশ্যরূপ বিশেষভাবে উলে­খযোগ্য। এসব উপাদান মিলিয়ে তাঁর কাজ সমকালীন থিয়েটারে একটি স্বতন্ত্র ভাষা ও দর্শন নির্মাণ করেছে। সামাজিক দায়বদ্ধতা, অংশগ্রহণমূলক অভিনয় এবং থিয়েটারকে একটি চলমান সাংস্কৃতিক প্রক্রিয়া হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর ভূমিকা বাংলাদেশের থিয়েটারচর্চায় গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী বলে বিবেচিত হয়।

উল্লেখ্য, শাংহাই থিয়েটার অ্যাকাডেমি (STA) হল ইউনেস্কো–আইটিআই– সংযুক্ত ABP নেটওয়ার্কের একটি প্রধান সদস্য ও নিয়মিত আয়োজক। ২০০৮ সালে প্রতিষ্ঠিত এই নেটওয়ার্কটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের থিয়েটার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গবেষণা, বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে নিরলস কাজ করে যাচ্ছে।STA পূর্বে ১৬তম ডিরেক্টর্স’ কনফারেন্সেরও আয়োজক ছিল এবং ২০২৩–২০২৫ মেয়াদে STA–র প্রেসিডেন্ট অধ্যাপক হুয়াং চ্যাংইয়ং APB–র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অধ্যাপক শাহীনের এই প্রতিনিধিত্ব বাংলাদেশের থিয়েটার গবেষণা ও কর্মধারাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সুপ্রতিষ্ঠিত করবে বলে আশা করা হচ্ছে।

উলে­খ্য, অধ্যাপক শাহীন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং দেশের একজন আন্তর্জাতিক মানসম্পন্ন নেতৃস্থানীয় নাট্যজন। দেশের মঞ্চনাটককে নতুন উচ্চতায় নিতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি তৃণমূল পর্যায়ে নাট্য সংগঠনের দায়িত্ব কাধে নিয়ে প্রত্যন্ত অঞ্চল চষে বেড়াচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com