স্টাফ রিপোর্টার : সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীন সংবাদ সম্মাননা পদক–২০২৫’ লাভ করেছেন সাংবাদিক মো. শরিফুল ইসলাম। তার দীর্ঘদিনের দায়িত্বশীল, সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে এ মর্যাদাপূর্ণ পদক প্রদান করা হয়।
সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে মো. শরিফুল ইসলাম বলেন,
“আলহামদুলিল্লাহ! এ অর্জন আমাকে আরও বেশি দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, দেশের মানুষের পক্ষে সত্য, ন্যায়ের পক্ষে থেকে সংবাদ পরিবেশন করাই তার মূল লক্ষ্য। ভবিষ্যতেও তিনি পেশাগত সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা চালিয়ে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
সাংবাদিকতা অঙ্গনে তার এই সাফল্যে সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।