বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার স্বিকৃতীস্বরুপ অরাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন “বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম- পেল সন্মাননান ক্রেস্ট। পুরস্কারটি প্রদান করেছেন জ্ঞানার্ণব সাহিত্য’ পরিষদ।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলার শহীদনগর এম.এ জলীল উচ্চ বিদ্যালয়ে জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের আয়োজনে কৃতী শিক্ষার্থী সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার পাশাপাশি সমাজ, গ্রাম ও মানুষের কল্যানে কাজ করা কিছু সংগঠনকে সন্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় স্বেচ্ছাসেবী সংগঠন বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরাম-কে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্টটি গ্রহন করেন সংগঠনের সভাপতি মো. নূরআলম ভূঁইয়া (আলম) ও সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক শরীফ প্রধান।
সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা খন্দকার আল মামুনের সভাপতিত্বে ও ইউসুফ নাছিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এআইপি মতিন সৈকত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইন্সপেক্টর সালেহ আহাম্মদ পাঠান, কবি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, ব্যাংকার শাহআলম সরকার, তসলিম আহাম্মদ প্রমূখ।