আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে ৩ বিজিবি লোগাং জোন।
রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) বিকেলে লোগাং জোনের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) এর উপস্থিতিতে খাগড়াছড়ির লোগাং এলাকার পুজগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত গরিব ও দুস্থ মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় জোন অধিনায়ক বলেন, সীমান্ত নিরাপত্তা ও পাহাড়ে শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমেও ৩ বিজিবি লোগাং জোন সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা বিজিবির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শীতের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয় ও মানবিক উদ্যোগ।