মো. ওসমান গনি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে জঙ্গলবাড়ি রিসোর্টে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে একদল চাঁদাবাজ—এমন অভিযোগ পাওয়া গেছে। হামলা ঠেকাতে গেলে রিসোর্টের দুই কর্মচারীকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়।
ঘটনাটি ঘটে গত ১ ডিসেম্বর বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের হানকুর এলাকায়। এ ঘটনায় রিসোর্টের মালিক রিপন মিয়া ৬ ডিসেম্বর সকালে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রিপন মিয়া জানান, দীর্ঘদিন ধরে জিন্দা এলাকার মুন্না মিয়া, সোহান ও রাজীবসহ তাদের লোকজন প্রতিমাসে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় ১০–১২ জনের একটি দল রামদা, ছুরি ও চাইনিজ কুড়ালসহ অস্ত্রসজ্জিত হয়ে রিসোর্টে হামলা চালায়। তারা সিসি ক্যামেরা, মূল্যবান আসবাবপত্র ভাঙচুর এবং নগদ এক লাখ বিশ হাজার টাকা লুট করে। বাধা দিলে কর্মচারী আকিব ও সানিকে মারধর করে আহত করা হয়। হামলাকারীরা প্রতিবেশী চাঁদা না দিলে আবারো হামলার হুমকিও দিয়ে যায়।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, “মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার করে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।”