রাঙামাটি জেলা প্রতিনিধি : রাঙামাটি -চট্টগ্রাম সড়কের কাউখালী উপজেলার বেতবুনিয়ার চেয়ারম্যান পাড়া এলাকায় সিএনজি অটোরিকসা ও পিকআপের মুখোমুখী সংঘর্ষে অন্তত ৫ জন নিহত, ও ১ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল দশটার দিকে এ দূর্ঘটনা ঘটে। কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান সোহাগ ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেয়ার পর দুজন মারা গেছেন বলে তিনি শুনেছেন জানিয়ে বলেন, ঘটনাস্থলে তিনি যাচ্ছেন। পরে বিস্তারিত জানাবেন। তিনি আর কিছু জানাতে পারেননী। বেতবুনিয়া ফাড়ির পুলিশ,ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরন করছে বলে জানা গেছে।