রাঙামাটি প্রতিনিধি : বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাঙামাটি জেলা কমিটির সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মহিউদ্দিন রিমনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার রাত ৯টায় রাঙামাটি শহরের বনরুপা আলিফ মার্কেটের সামনে থেকে তাকে আটক করে কোতয়ালী থানা পুলিশের একটি দল।
পুলিশ জানায়, মহিউদ্দিন রিমন রাঙামাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় রাঙামাটি কোতয়ালী থানায় দায়ের করা মামলার এজহারভুক্ত আসামী। আটক বাবু রাঙামাটি পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী সোলায়মান চৌধুরীর ছোট ছেলে।
মহিউদ্দিন রিমন রাঙামাটি জেলা ছাত্রলীগের ২০১৫ সালের গঠিত সুজন-প্রকাশ কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ছিলেন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাহেদ উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এজহারভুক্ত মামলার আসামী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মহিউদ্দিনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আগামীকাল রবিবার আদালতে প্রেরণ করা হবে।