জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গাপূজা ঘিরে রাজবাড়ীতে বইছে উৎসবের আমেজ। পূজার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। মন্দিরে মন্দিরে শিল্পীরা এখন ব্যস্ত রংতুলির শেষ টানে প্রতিমাকে জীবন্ত করে তোলার কাজে।
গত রবিবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় দেবী দুর্গার আগমনী বার্তা বহনকারী মহালয়া।
রবিবার (২৮ সেপ্টেম্বর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পাঁচ দিনের দুর্গাপূজা, যা শেষ হবে ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে।
রাজবাড়ী সদর উপজেলা বসন্তপুর ইউনিয়ন কোলার হাটের পাশে কর্মকার বাড়ির পূজামণ্ডপে চলছে পুরোদমে প্রস্তুতির কাজ। প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা। শেষ মুহূর্তের রংতুলির আঁচড়ে দেবী দুর্গাকে নতুন রূপে সাজিয়ে তুলছেন তাঁরা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সরেজমিনে পূজামণ্ডপে দেখা যায়, প্রতিমার সাজসজ্জা ও রঙের কাজ প্রায় শেষ পর্যায়ে। মণ্ডপের আলোকসজ্জা, প্যান্ডেল নির্মাণ ও সাজসজ্জার কাজও চলছে দ্রুতগতিতে।
পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, এলাকার মধ্যে অন্যতম আকর্ষণীয় মণ্ডপ করতে তাঁরা নিরলস পরিশ্রম করছেন। জাঁকজমকপূর্ণ এই পূজায় সবাইকে একাধিকবার মণ্ডপে এসে উৎসব উপভোগ করার আহ্বান জানানো হয়েছে।
ধর্মীয় শাস্ত্র অনুযায়ী, এবার দেবী দুর্গা গজে (হাতি) চড়ে মর্ত্যে আগমন করবেন, যা শুভ লক্ষণ হিসেবে ধরা হয়। আর দোলায় চড়ে কৈলাশে প্রত্যাবর্তন করবেন, যা কিছুটা অশুভ সংকেত বহন করে।
জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অনিন্দিতা গুহ বানী ও সদস্যসচিব বাবলু চক্রবর্তী বলেন, এ বছর রাজবাড়ী সদর উপজেলায় ১১০টি ও বালিয়াকান্দি উপজেলা র জংগল ইউনিয়ন চেয়ারম্যান কল্লোলে কুমার বসু বলেন আমার ইউনিয়নে ৪৭ টি পুজামন্ডবসহ
এবং পুরো জেলায় প্রায় ৪৪০টি পূজামণ্ডপে দুর্গাপূজা হবে।
পূজা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) মো. কামরুল ইসলাম বলেন, পূজা উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে—পূজার আগে, পূজাকালীন ও পূজার পর। তিনি বলেন, প্রত্যেক পূজামণ্ডপে সিসি ক্যামেরা বসানোর জন্য আয়োজকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা বা সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে তাকে কঠোরভাবে দমন করা হবে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী