মোহাম্মদ তিতুমীর বেপারী (মুন্সিগঞ্জ প্রতিনিধি) : মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামের সরকার বাড়িতে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) গভীর রাতে দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে একদল ডাকাত সিঙ্গাপুর প্রবাসী জাকির হোসেন বেপারির বাড়িতে হামলা চালায়।
প্রায় ২০ মিনিট ধরে চলা এ ঘটনায় ডাকাতরা অস্ত্রের মুখে জাকির হোসেনের স্ত্রী রিতু আক্তার (২৮) ও মা মুক্তা আক্তারকে (৪৫) জিম্মি করে নগদ ১৫ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতরা নৃশংস আচরণ করে এবং ভয় দেখানোর এক পর্যায়ে তাদের ৫ বছরের শিশুকন্যাকেও ক্ষতি করার হুমকি দেয়।
প্রবাসী জাকির হোসেন জানান, বাড়ির নির্মাণ কাজের জন্য কয়েকদিন আগে তিনি টাকা এনেছিলেন। ডাকাতদল বিষয়টি আগে থেকেই জানত বলে তার ধারণা।
ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।