1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণভোটে ‘হ্যাঁ’-এর ডাক, ঐক্যের বার্তা ও উন্নয়নের রূপরেখা দিলেন তারেক রহমান ঢাকায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ গোয়ালমারী ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে জোরালো নির্বাচনী প্রচারণা ভোটের দিনে বয়োবৃদ্ধদের জন্য রিকশার ব্যবস্থা থাকবে: আমিনুল হক জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক জিয়া মোহাম্মদপুরে স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের প্রতিশ্রুতি ড. খন্দকার মোশাররফ হোসেনের জনতার মাঠে ধানের শীষ: পাঁচগাছিয়ায় মোশাররফ–মারুফের বার্তায় ভোটের হাওয়া কৃষি, গণতন্ত্র ও উন্নয়নের প্রতিশ্রুতি : তারেক রহমানের কুমিল্লা-১ এ ধানের শীষের গণজোয়ার, উন্নত বাংলাদেশের ডাক অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নির্বাচনী প্রচারণায় হামলা- প্রশাসন নিরব

মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে বরিশালে নৌ-র‍্যালি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার দেখা হয়েছে

কাজী যাঈদ, বরিশাল : মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষে ইলিশের প্রধান প্রজনন মৌসুম বাস্তবায়নে বর্ণাঢ্য নৌ-র‍্যালি অনুষ্ঠিত হয়। আজ (শনিবার) বরিশাল ডিসি ঘাট থেকে চরমোনাই পর্যন্ত অনুষ্ঠিত র‍্যালিটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

জেলা প্রশাসক বলেন, ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে। এ সময়টা ইলিশ প্রজননের মৌসুম। মা ইলিশ এসময় গভীর সমুদ্র থেকে মোহনায় আসে ডিম দেওয়ার জন্য। একটি মা ইলিশ ১৫ লাখ থেকে ২৫ লাখ পর্যন্ত ডিম দিয়ে থাকে। এ ২২ দিন মা ইলিশ আহরণ থেকে বিরত থাকলে আমাদের ইলিশের কোন অভাব থাকবে না।

তিনি বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদ রক্ষার জন্য সরকার কিছু বিধিনিষেধ জারি করেছে। মা ইলিশ আহরণে বিরত রাখার জন্য সরকারের পক্ষ থেকে জেলেদের প্রণোদনা দেওয়া হচ্ছে৷ এবছর বরিশাল জেলায় ৬৬ হাজার ৫২৪ জন জেলেকে ২৫ কেজি করে ১ হাজার ৬৬৩ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে। এছাড়া তেল ও আটাসহ আট প্রকার প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, গতবছর কিছু এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এবছর এধরনের চেষ্টা করলে সরকার সর্বোচ্চ আইন প্রয়োগ করবে। গতবছরের তুলনায় এবার টহল জোরদার করা হবে। মাঠে ৩০ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নৌ-পুলিশ, র‍্যাব, কোস্ট গার্ড এবং মৎস্য দপ্তর নিয়মিত টহল দিবে। এসময় তিনি মা ইলিশ আহরণ থেকে বিরত থাকার জন্য জেলেদের সচেতন করতে ব্যাপক প্রচারের জন্য গণমাধ্যকর্মীদের আহ্বান জানান।

র‍্যালিতে বরিশাল জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার এস এম নাজমুল হক, মৎস্য অধিদপ্তর বরিশাল অঞ্চলের উপপরিচালক মো. কামরুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, জেলা প্রশাসন, নৌ-পুলিশ, কোস্ট গার্ড ও র‍্যাবের কর্মকর্তাসহ জেলে প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com