বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে ‘বিশ্ব গণমানুষ সেবা ফাউন্ডেশন’। মানবকল্যাণে নিবেদিত এই স্বেচ্ছাসেবী সংগঠনটি সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ফাউন্ডেশনের নিয়মিত কার্যক্রমের মধ্যে রয়েছে দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ, অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান, বেকার যুবকদের জন্য কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ কার্যক্রম এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ ও পুনর্বাসন সহায়তা প্রদান।
সম্প্রতি ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়, যেখানে শত শত অসহায় পরিবার উপকৃত হয়েছেন। সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এসব কার্যক্রমে অংশগ্রহণ করে সমাজসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, ধর্ম, বর্ণ, শ্রেণি ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবতার সেবাই তাদের একমাত্র ব্রত। তারা বলেন, সমাজে বৈষম্য দূর করে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সহানুভূতিশীল সমাজ গড়ে তুলতেই তাদের এই নিরলস প্রচেষ্টা।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, ‘বিশ্ব গণমানুষ সেবা ফাউন্ডেশন’-এর মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সমাজ পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের মানবিক কার্যক্রম সমাজের বিত্তবান ও তরুণ সমাজকে সেবামূলক কাজে আরও বেশি উদ্বুদ্ধ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, আগামী দিনগুলোতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন ও দুর্যোগ ব্যবস্থাপনা খাতে আরও বিস্তৃত পরিসরে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে তাঁদের।