মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া এলাকায় এমদাদ হোসেন মাতুব্বর নামে এক আওয়ামী লীগ নেতার দাপটে অতিষ্ঠ এলাকাবাসী। তিনি এলাকায় সাধারণ মানুষকে বিভিন্ন কৌশলে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করার অভিযোগ পাওয়া গেছে। তিনি এখনো আওয়ামী লীগের পদপদবী ব্যবহার করে স্থানীয়ভাবে সালিশ মিমাংসা করেও বানিজ্য করে যাচ্ছেন। স্থানীয়দের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এমদাদ হোসেন মাতুব্বরকে দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করার।
জানা গেছে, এমদাদ হোসেন মাতুব্বর মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ছাড়াও একই এলাকার মোশাররফ হোসেন মাতুব্বরের ছেলে।
স্থানীয়রা অভিযোগ করে জানান, এমদাদ হোসেন মাতুব্বর এক সময় মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শাজাহান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। সেই ক্ষমতা বলে তিনি ঘটেকচর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদও বাগিয়ে নেন। তার এই ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন মামলা, হামলা ও ভয়ভীতি দেখিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করতেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলেও তিনি এখনো এলাকায় আগের মত দাপট দেখাচ্ছে। বিষয়টি নিয়ে কেউ প্রতিবাদ বা অভিযোগ জানালেও তিনি এখনো পুলিশের ধরাছোয়ার বাহিরে রয়েছে।
এ সম্পর্কে জানতে চাইলে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা এমদাদ হোসেন মাতুব্বর সম্পর্কে আমরা খোঁজখবর নিচ্ছি। তার দলীয় পদ থাকার পরেও তিনি যেহেতু এলাকায় প্রভাব বিস্তার করে থাকে তাহলে তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে। আওয়ামী লীগ দোসরদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।