আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা কৃষক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টায় উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আবুল হাসেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়াকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেয়ারও আহ্বান জানানো হয়।
এরপর মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শেষ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ইমরুল কায়েস শিমুল, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল, যুবদল আহ্বায়ক মোঃ আবছার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইদ্রিস আলীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।