মোহাম্মদ আলী : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর উদ্যোগে শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতায় মৌমাছি পালন বিষয়ক ৪দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ওঅনুষ্টিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি মোঃ আব্দুল্লাহ আল মামুন, ডেপুটি ম্যানেজার, বিসিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোনায়েম ওয়ায়েছ প্রমোশন কর্মকর্তা। বিসিক জেলা কার্যালয়।আরো উপস্থিত ছিলেন
মাসুমা ফেরদৌসী, সম্প্রসারণ কর্মকর্তা; আব্দুল আউয়াল, জরিপ ও তথ্য কর্মকর্তা; রাহেলা আক্তার, টেকনিক্যাল কর্মকর্তা; এবং রফিক হোসাইন, কারিগরি ও সহকারী কর্মকর্তা।
অনুষ্ঠানে সাংবাদিক মোহাম্মদ আলী উপস্থিত থেকে প্রতিবেদন উপস্থাপন করেন।
সভাপতিত্ব করেন তরুণ উদ্যোক্তা আকলিমা আক্তার আঁখি।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মৌমাছি পালনের আধুনিক পদ্ধতি, মধু সংগ্রহ ও সংরক্ষণ, এবং বাণিজ্যিকভাবে মৌচাষের সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ গ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও মৌমাছি বক্স বিতরণ করা হয়।