বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : রাজধানী আগারগায়ও পর্যটন কর্পোরেশনের ভবনের সামনে থেকে জাতিসংঘ কর্তৃক বিশ্ব পর্যটন দিবস বিভিন্ন দেশেপালন হয়ে আসছে, এ দিবসটির প্রতিপাদ্য ছিল “টেকসই উন্নয়নে পর্যটন” বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়,বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, পর্যটন করপোরেশন,ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের যৌথ উদ্যোগে নানান কর্মসূচী আয়োজন করা হয়।র্যালিটি উদ্বোধন করেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের, উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
দিবসটি উপলক্ষ্যে এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পর্যটন খাতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় দেশ। এই শিল্পের যথাযথ বিকাশ নিশ্চিতে আমাদের তরুণ প্রজন্মকে এ শিল্পের উন্নয়নে এগিয়ে আসতে হবে।
প্রধান উপদেষ্টা বলেন, পর্যটন বর্তমানে বিশ্বজুড়ে টেকসই উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে পরিগণিত হচ্ছে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পর্যটন শিল্পের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
তিনি বলেন, পর্যটন শিল্পের বিকাশের ফলে একদিকে আমাদের পর্যটন অঞ্চলগুলোর সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে, অন্যদিকে স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষণেও সচেতনতা বাড়ছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
উপদেষ্টা বলেন, পর্যটন সাইকেল এবং পরিবেশ অঙ্গাঅঙ্গী ভাবে জড়িত,বর্তমানে জলবায়ু মোকাবেলায় জীবাশ্ম জ্বালানী কমিয়ে আনতে সাইকেলের বিকল্প নাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তিনি বলেন,আমরা যদি প্রকৃতিকে রক্ষা করতে পারি, তাহলে দেশি-বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশ আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে, পর্যটন খাতকে এগিয়ে নিতে হলে পরিকল্পিত নগরায়ন, পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ অত্যন্ত জরুরি।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের, সভাপতি,
তৌহিদুর রহমান বলেন,সাইক্লিং কে এগিয়ে নিতে সরকার এবং সমাজের প্রতিষ্ঠিত মানুষদের এগিয়ে আসা উচিৎ,।
বিডি, ট্যুরিস্ট সাইক্লিস্টের প্রধান সমন্বয়কারী আমিনুর ইসলাম টুববুস বলেন, প্রতি সপ্তাহ ও বিভিন্ন সরকারি ছুটির দিনগুলোতে রাস্তা থাকে ফাঁকা,দেশের বিভিন্ন
তরুণ তরুণী ও নানান বয়সের সাইক্লিস্টরা সাইকেল চালিয়ে পর্যটন স্থানগুলোতে ভ্রমণ করতে ছুটে যায়,তাদের নিরাপত্তা, সুস্বাস্থ্যের জন্য পর্যটন স্থানগুলোতে সাইকেল পার্কিং রাখা অত্যন্ত জরুরি, ট্যুরিস্ট সাইক্লিস্ট উৎসাহিত পাশাপাশি পরিবেশ,জ্বালানি সাশ্রয়, যানজট রক্ষার স্বার্থে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করিলে এ শিল্প ঘুরে দাঁড়াবে।
এছাড়াও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, মিজ নাসরীন জাহান, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, মিজ সায়েমা শাহীন সুলতানা, ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা, মিজ নুজহাত ইয়াসমিন,এছাড়া বিভিন্ন সংস্থা বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড, হোটেল ইন্টার কন্টিনেন্টাল,সোনারগাঁ হোটেল সহ
প্রমুখ।