বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বিএনপি–ঢাকা মহানগর উত্তরের সম্মানিত যুগ্ম আহ্বায়ক ও পল্লবী–রূপনগর এলাকার টিম প্রধান জনাব মাহবুবুল আলম মন্টু’র আম্মা রেনু বেগম (৮০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন — ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ পাক মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন — আমিন।
মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্বর্ণজয়ী সাবেক অধিনায়ক, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আহ্বায়ক জননন্দিত জননেতা জনাব আমিনুল হক, এবং সম্মানিত সদস্য সচিব জনাব মোঃ মোস্তফা জামান।
শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক কামনা করেন।
আজ বাদ জোহর, মিরপুর ৭ নম্বর বাজার মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
উক্ত জানাজায় সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ঢাকা–১৬ সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকধারী প্রার্থী ও মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জননন্দিত জনাব আমিনুল হক এবং সদস্য সচিব জনাব মোঃ মোস্তফা জামান।