আগস্ট ২৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনা নতুন কোম্পানি আফিয়া ইসলাম আরজু গার্মেন্টস চীনা আফিয়া ইসলাম আরজু , ১ কোটি ২২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (রিপন ) সঙ্গে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। সম্প্রতি বেপজা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এই বিনিয়োগ দিয়ে চীনা কোম্পানিটি আফিয়া ইসলাম আরজু উচ্চ মানসম্পন্ন গার্মেন্টস কারখানা গড়ে তুলবে রিপন। সেখানে রিফ্লেকটিভ জ্যাকেট, ভেস্ট, টি-শার্ট, ফ্লিচ জ্যাকেট ও কভারল ও সেফটি হেলমেট তৈরি হবে। এই কারখানায় ১ হাজার ৬১৬ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
চীন বেপজার নির্বাহী দপ্তরে সংস্থার নির্বাহী চেয়ারম্য রিপন উপস্থিতিতে বেপজার সদস্য (প্রকৌশল এবং বিনিয়োগ উন্নয়ন-অতিরিক্ত দায়িত্ব) ইমতিয়াজ হোসেন এবং হামিম গ্রুপ গার্মেন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শি হামিম গ্রুপ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ কে আজাদ ভাই /রিপন মিয়া
তিনি আরো কিছু জানান বঙ্গ টিভি, প্রথম আলোকে, যুগান্তর পত্রিকা, যমুনা টিভি, কে জানাই তার ওয়াইফের কথা দুইটি কোম্পানি খুলে আফিয়া ইসলাম আরজু ।
তথ্য ও ছবি- সিনহুয়া।