সংবাদ প্রতিবেদক: কাজল : ফুলের হাসি ফাউন্ডেশনের উদ্যোগে ফুলের হাসি স্কুলের বয়স্ক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ, সাবলম্বী হওয়ার কর্মসূচি এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানবিক সমাজ গঠনের লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।
ফুলের হাসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তসলিম হাসান হৃদয়-এর সভাপতিত্বে এবং ফুলের হাসি স্কুলের প্রধান শিক্ষক সাবরিনা আফরোজা-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ও জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ও সংগঠক কৃষাণ ভুইয়া, হোপ রাইজ স্কুলের চেয়ারম্যান ফয়সাল মুন, সমাজকর্মী মোঃ কামাল হোসেন, মিডিয়া ব্যক্তিত্ব তারেক মুন্না, নয়ন খান ও মিম আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন দীপ্তি বলেন, সম্মান প্রদানের সর্বময় মালিক মহান আল্লাহ। তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন। সমাজের মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে ক্ষুদ্র পরিসরে মানবিক উদ্যোগ গ্রহণ করে এবং আগামীর প্রজন্মকে উদারতা, সততা ও মানবিকতার শিক্ষা দিতে পারে, তবে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে এবং অসহায় মানুষের মুখে হাসি ফুটবে।
প্রধান আলোচক কামরুল কায়েস চৌধুরী পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের পক্ষ থেকে কয়েকটি পরিবারকে সাবলম্বী হওয়ার লক্ষ্যে ক্ষুদ্র ব্যবসা ও স্বনির্ভর প্রকল্পে সহায়তা প্রদান করেন। তিনি ফুলের হাসি বয়স্কদের স্কুলের উদ্যোগের প্রশংসা করে বলেন, অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে মানবিক দায়বদ্ধতা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।
সভাপতির বক্তব্যে তসলিম হাসান হৃদয় জানান, ফুলের হাসি ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরো মাসব্যাপী বিভিন্ন ধাপে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি এই মানবিক কার্যক্রমে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সবার সহযোগিতা কামনা করেন।