1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত গড়ছে ‘বিশ্ব গণমানুষ সেবা ফাউন্ডেশন’ ফায়ার সার্ভিসের ভলান্টিয়ারদের সুযোগ-সুবিধা প্রদান ও প্রশিক্ষণের মান বৃদ্ধির চিন্তাভাবনা করছে সরকার- স্বরাষ্ট্র উপদেষ্টা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিছু দল: আমিনুল হক আমরা পুরান রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু “খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক”— আবেগঘন স্ট্যাটাসে আসিফ আকবর দাউদকান্দিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এশিয়া থেকে আন্তর্জাতিক নেতৃত্বে তারেক রহমান—নেতাকর্মীদের দৃঢ় প্রত্যাশা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারটি হলের নাম চূড়ান্তভাবে পরিবর্তন ✦ এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান ✦ জুমার নামাজের পর খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রয়াতা দিপালী বড়ুয়ার সাপ্তাহিক ক্রিয়া ও মহাসংঘদান সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৬৬ বার দেখা হয়েছে

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : ফটিকছড়ি উপজেলাধীন হাইদচকিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক, জমিদার পরিবারের ডা. মনোহরি বড়ুয়া ও সুজাতা বড়ুয়ার জ্যেষ্ঠ কন্যা এবং চন্দনাইশ উপজেলাধীন সাতবাড়িয়া দেওয়ানজীপাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক, চট্টগ্রাম ও সিলেট মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডা. দেব প্রসাদ বড়ুয়ার সহধর্মিণী দিপালী বড়ুয়া রুবী গত ২৮ মার্চ ভোর ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স ছিল ৮৪ বছর। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের গর্বিত জননী।
পুত্র জয়দীপ বড়ুয়া কানাডা প্রবাসী ও মেয়ে মিতা বড়ুয়া ইন্ডিয়া প্রবাসী। তার স্বামী, সন্তানসহ অসংখ্য আত্মীয় পরিজন জ্ঞাতি স্বজন রেখে যান তিনি । তার অনিত্য সভা গত ৩০ মার্চ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে (সাংঘিক) মহান পূজনীয় ভিক্ষু সংঘের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মহাস্থবির।প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি ভদন্ত প্রিয়ানন্দ মহাস্থবির।
প্রধান সদ্ধর্মদেশক ছিলেন একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. জিনবোধি মহাস্থবির। বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন শাসনবংশ মহাস্থবির, প্রিয়রত্ন মহাস্থবির, প্রজ্ঞাপাল মহাস্থবির, দীপানন্দ মহাস্থবির, উত্তমানন্দ স্থবির, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে. বি. এস আনন্দবোধি স্থবির, ধর্মবোধি স্থবির, শান্তবোধি স্থবির।

অনিত্য সভায় উদ্বোধনী স্মৃতি চারণ করেন সাতবাড়িয়া শান্তি বিহারের অধ্যক্ষ তিষ্যমিত্র স্থবির, ডা. প্রীতি বড়ুয়া, সিদ্ধার্থ বড়ুয়া সহ আরো অনেক প্রাজ্ঞ
মহান পূজনীয় ভিক্ষু সংঘ ও দায়ক-দায়িকাবৃন্দ।
অনিত্য সভা শেষে চান্দগাঁও মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়।

আজ ২ এপ্রিল বুধবার নগরের তুলসি ধাম সংলগ্ন সাবরাজ কনভেনশন সেন্টারে প্রয়াতা দিপালী বড়ুয়া রুবির সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. জিনবোধি মহাস্থবির।
এতে উপস্থিত ছিলেন প্রিয়রত্ন মহাস্থবির, প্রজ্ঞাপাল মহাস্থবির, দীপানন্দ মহাস্থবির,বিজয়ানন্দ মহাস্থবির, সাধনাজ্যোতি মহাস্থবির, এম. ধর্মবোধি স্থবির, সংঘমিত্র স্থবিরসহ মহান পূজনীয় প্রাজ্ঞা ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্য রাখেন ভদন্ত তিষ্যমিত্র স্থবির। স্মৃতি চারণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়েরর সাবেক উপাচার্য, স্বাধীনতা পদক প্রাপ্ত প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়া, এডভোকেট অনুপ বড়ুযা, এডভোকেট মনোতোষ বড়ুয়াসহ মহান পূজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত থেকে প্রয়াতা দিপালী বড়ুয়ার সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠান সুসম্পন্ন হয়। পরে মহান পূজনীয় ভিক্ষু সংঘ ও জ্ঞাতি স্বজন মধ্যান্য ভোজন
গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com