1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত গড়ছে ‘বিশ্ব গণমানুষ সেবা ফাউন্ডেশন’ ফায়ার সার্ভিসের ভলান্টিয়ারদের সুযোগ-সুবিধা প্রদান ও প্রশিক্ষণের মান বৃদ্ধির চিন্তাভাবনা করছে সরকার- স্বরাষ্ট্র উপদেষ্টা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিছু দল: আমিনুল হক আমরা পুরান রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু “খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক”— আবেগঘন স্ট্যাটাসে আসিফ আকবর দাউদকান্দিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এশিয়া থেকে আন্তর্জাতিক নেতৃত্বে তারেক রহমান—নেতাকর্মীদের দৃঢ় প্রত্যাশা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারটি হলের নাম চূড়ান্তভাবে পরিবর্তন ✦ এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান ✦ জুমার নামাজের পর খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

পানহাট গ্রামে দূই লক্ষাধিক টাকার গাছ কর্তনের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার দেখা হয়েছে

মোহাম্মদ তিতুমীর বেপারী (মুন্সিগঞ্জ প্রতিনিধি) : মুন্সিগঞ্জ জেলার রামপাল ইউনিয়নের পানহাটা গ্রামে রাতের আধারে প্রায় দুই লাখ টাকার ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে চলমান জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটিয়েছে।
জানা যায়, গতকাল  অজ্ঞাত দুর্বৃত্তরা গ্রামের বসতবাড়ির আশপাশে রোপণ করা আম, কাঁঠাল, পেয়ারা, লেবু, নারিকেলসহ বেশ কিছু ফলজ ও বনজ গাছ কেটে দেয়। সকালে ঘুম থেকে উঠে এলাকাবাসী ঘটনাটি দেখতে পেয়ে হতবাক হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মো. হান্নান বলেন, “আমরা নিজের হাতে বহু বছর আগে এসব গাছ লাগিয়েছিলাম। এখন গাছগুলো ফল ধরতে শুরু করেছিল। কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা সব গাছ কেটে দিয়েছে তা বুঝে উঠতে পারছি না। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। এর আগে গত দুই মাস ধরে প্রতিমাসেই এ ধরনের গাছ কর্তনের ঘটনা ঘটছে। প্রতিবারই থানায় অভিযোগ করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”
তিনি আরও জানান, “এভাবে বারবার আমাদের গাছপালা কেটে দিয়ে ভয় দেখানো হচ্ছে। এতে আমরা আর্থিক ও মানসিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছি। আমাদের দাবি—দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।”
স্থানীয় বাসিন্দারা বলেন, এলাকায় কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে জমি দখল ও প্রতিশোধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের কারণেই বারবার এমন ঘটনা ঘটছে। এতে গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তি  আবিদ আজাদ মোল্লা বিষয়টি স্বীকার করে বলেন, এই পরিবারটি শান্ত-স্বভাবের। আগে তাদের সঙ্গে কারও ঝামেলা ছিল না। এখন যেভাবে বারবার গাছ কেটে দিচ্ছে, তাতে বোঝা যাচ্ছে কেউ তাদের ভয় দেখানোর চেষ্টা করছে ।  “এর আগেও একই জায়গায় গাছ কাটা হয়েছিল। তখন থানায় অভিযোগ হয়েছিল, কিন্তু অপরাধীরা ধরা না পড়ায় তারা সাহস পেয়েছে। এখন প্রশাসন যদি কঠোর না হয়, তাহলে পরের বার ঘরবাড়িতে হামলা হতে পারে।”
এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ না হলে এমন ঘটনা আরও বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com