1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত গড়ছে ‘বিশ্ব গণমানুষ সেবা ফাউন্ডেশন’ ফায়ার সার্ভিসের ভলান্টিয়ারদের সুযোগ-সুবিধা প্রদান ও প্রশিক্ষণের মান বৃদ্ধির চিন্তাভাবনা করছে সরকার- স্বরাষ্ট্র উপদেষ্টা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিছু দল: আমিনুল হক আমরা পুরান রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু “খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক”— আবেগঘন স্ট্যাটাসে আসিফ আকবর দাউদকান্দিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এশিয়া থেকে আন্তর্জাতিক নেতৃত্বে তারেক রহমান—নেতাকর্মীদের দৃঢ় প্রত্যাশা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারটি হলের নাম চূড়ান্তভাবে পরিবর্তন ✦ এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান ✦ জুমার নামাজের পর খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

পানছড়ির শান্তিপুর অরণ্য কুটিরে দানোত্তম কঠিন চীবর দান উৎসব উদযাপন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শান্তিপুর অরণ্য কুটিরে অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দান।

বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় আয়োজিত এ উৎসব শুরু হয় শুক্রবার (১০ অক্টোবর) বিকাল থেকে। মোনোঘর জুম থেকে তুলা সংগ্রহের মাধ্যমে শুরু হয় ঐতিহ্যবাহী চীবর তৈরির প্রক্রিয়া। এরপর পর্যায়ক্রমে তুলা থেকে বীজ পৃথক করা, চরকার মাধ্যমে সুতা তৈরি, সুতা সিদ্ধ ও রঙ করা, শুকানো এবং রাতভর কাপড় বুননের পর শনিবার ভোরে সম্পন্ন হয় চীবর সেলাই।

শনিবার সকালে পূজনীয় ভিক্ষুসংঘ, শ্রামণসংঘ ও অষ্টশীল পালনকারীদের প্রাতঃ পিণ্ডদান, বৌদ্ধ পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা ও সীবলী পূজার মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের কার্যক্রম। পরে কল্পতরু দান ও ধর্মদেশনা শোনেন বৌদ্ধ নর-নারীরা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবন বিহার, রাঙ্গামাটির আবাসিক প্রধান প্রজ্ঞা লংকার মহাস্থবির।
এসময় আরও উপস্থিত ছিলেন—
শাসন রক্ষিত মহাস্থবির, অধ্যক্ষ, শান্তিপুর অরণ্য কুটির
মহামিত্র মহাস্থবির, অধ্যক্ষ, ধর্মচক্র অরণ্য কুটির, রামগড়
বিমলান্দ মহাস্থবির, মৈত্রীপুর বন ভাবনা কেন্দ্র, ইটছড়ি, খাগড়াছড়ি
দেবমিত্র মহাস্থবির, রাজবন বিহার, রাঙ্গামাটি
এছাড়াও খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার বিভিন্ন অরণ্য কুটিরের মহাস্থবিরগণ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজনে মূল আকর্ষণ ছিল কঠিন চীবর দান—যেখানে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড় বুনে তৈরি করা হয় চীবর, যা পরে বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় বস্ত্র হিসেবে ব্যবহৃত হয়।

বৌদ্ধ শাস্ত্র মতে, গৌতম বুদ্ধের অনুগামী মহা উপাসিকা বিশাখা কর্তৃক প্রবর্তিত এই কঠিন চীবর দান রীতি সবচেয়ে পবিত্র ও পুণ্যময় দান হিসেবে বিবেচিত।

উৎসব উপলক্ষে শান্তিপুর অরণ্য কুটিরে সমবেত হন হাজারো নারী-পুরুষ, ভিক্ষু ও উপাসক-উপাসিকারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর অরণ্য কুটিরের প্রধান উপদেষ্টা সমীর দত্ত চাকমা, সহ-সভাপতি অসেতু বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক সুব্রত চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উৎসব শেষে অংশগ্রহণকারীরা বিশ্ব শান্তি, মানবকল্যাণ ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে একযোগে প্রার্থনায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com