আবুল হাসনাত তুহিন ফেনী:- সড়ক দুর্ঘটনায় রোধে সডকে শৃঙ্খলা রক্ষাতে সড়কে নিরাপত্তা নিশ্চিত করনে ব্যতিক্রমী কাজ ও জনসাধারণ কে সড়ক নিরাপত্তায় উদ্বুদ্ধকরণে জনসচেতনতায় প্রশংসনীয় ভূমিকা রাখায় সারা দেশের ৩০ জন সড়ক যোদ্ধা এবং শাখা কমিটি কে এ/বি দুই ক্যটাগরিতে জাতীয় ভাবে পুরুষ্কিত করেছে এর মধ্যে দাগনভূঞা এ ক্যটাগরিতে ৮ম । নিরাপদ সড়ক চাই দাগনভূঞা উপজেলা শাখার সাধারণ সম্পাদক,সাংবাদিক সোহেল কে নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির পক্ষে সড়ক যোদ্ধা হিসেবে সংবর্ধনা ও জাতীয় পুরুষ্কার দেওয়া হয়েছে।
নিরাপদ সড়ক চাই এর কেন্দ্রীয় কমিটির আয়োজিত প্রতিনিধি সম্মেলন সম্মানা সনদ এবং ক্রেষ্ট হাতে তুলে দেন নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন এর এক মাএ ছেলে মিরাজুল মইন জয় এ সময় উপস্থিত ছিলেন মহাসচিব এস এম আজাদ হোসেন, নিসচার প্রতিষ্ঠাতা সদস্য সাবেক মহাসচিব লিটন এরশাদ সহ কেন্দ্রীয় নেতৃ বিন্দ।