মোঃ হালিম মিয়া,বিশেষ প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১২ ইউনিয়নে মোট ১২৬ টি দূর্গা পূজা মন্ডোপে পূজা উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের যৌথ টহল ও পূজা মন্ডোপ পরিদর্শন করছে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম একদল চৌকস পুলিশ সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনীর নাগরপুর ক্যাম্পের সার্জেন্ট সহ বীর সেনাসদস্যগণ যেভাবে সনাতনধর্মীয় বৃহত্তর ধর্মীয় উৎসব দূর্গা পূজার বিভিন্ন মন্ডোপ পরিদর্শন পূজারীদের মত বিনিময় করেন। এ উৎসব যাতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিরবিচ্ছিন্ন নিরাপত্তায় ভালো ভাবে শেষ হয় সে লক্ষে প্রতিরক্ষা বাহিনী নিরাপত্তার দৃশ্য-অদৃশ্য চাদরে ঢেকে রেখেছে। এসময় পূজারীদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।
অপরদিকে শেষ বেলার আয়োজনের সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় রীতিনীতি ও অনুশাসন মেনে আজ থেকে শুরু হয়েছে শারদীয় দূর্গা পূজা।আসছে ২ অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীর মধ্যে দিয়ে শেষ হবে শারদীয় দূর্গা পূজা। এ সময় জুড়ে থাকবে নাগরপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা টহল ও মনিটারিং।