1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারটি হলের নাম চূড়ান্তভাবে পরিবর্তন ✦ এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান ✦ জুমার নামাজের পর খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় শুক্রবার দেশের সব মসজিদে দোয়ার আহ্বান সরকারের সাংবাদিক মো. শরিফুল ইসলাম পেলেন ‘স্বাধীন সংবাদ সম্মাননা পদক–২০২৫’ দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঠাকুরগাঁওয়ে বিএমডিএর ঠাকুরগাঁও ও রংপুর সার্কেলের সাধারণ সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার লন্ডন যাত্রায় ১৫ জনের সফরসঙ্গী তালিকা প্রকাশ স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল-এর সেমিনার অনুষ্ঠিত

দেশজুড়ে রিয়েলমি ১৫ ফাইভজি ও রিয়েলমি ১৫ প্রো ফাইভজি’র ফার্স্ট সেল শুরু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : অবশেষে অপেক্ষার পালা ফুরালো! তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আজ দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে তাদের বহুল প্রতীক্ষিত রিয়েলমি ১৫ ফাইভজি ও রিয়েলমি ১৫ প্রো ফাইভজি মডেল দুটির ফার্স্ট সেল শুরু করেছে। সারা দেশে রিয়েলমির সকল ব্র্যান্ড স্টোর ও অনুমোদিত রিসেলার আউটলেট থেকে ক্রেতারা এখন তাদের পছন্দের মডেলটি কিনতে পারবেন।
যারা রিয়েলমি ১৫ প্রো ফাইভজি বা রিয়েলমি ১৫ ফাইভজি প্রি-বুক করেছিলেন, তারা ১৬-১৮ অক্টোবর এক্সক্লুসিভ প্রি-বুকিং গিফট বক্সসহ তাদের ফোনটি সংগ্রহ করতে পারবেন। বিশেষ এ গিফট বক্সে রয়েছে রিয়েলমি বাডস টি২০০ লাইট, এক্সক্লুসিভ গোল্ড সার্ভিস কার্ড ও একটি রিয়েলমি এক্সক্লুসিভ ওয়াটার বোতল। প্রি-বুক করা ক্রেতারা টপপে’র মাধ্যমে কার্ডবিহীন ইএমআই পেমেন্টের সুবিধার মাধ্যমে তাদের পছন্দের ফোনটি কেনার সুযোগ পাচ্ছেন।
‘এআই পার্টি ফোন’ হিসেবে প্রযুক্তিপ্রেমী তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের মাঝে ইতোমধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে রিয়েলমি ১৫ সিরিজ। নেক্সট-জেন এআই-সক্ষম উদ্ভাবনী ক্যামেরা, দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফরম্যান্স ও আকর্ষণীয় ডিজাইনে নিয়ে আসা রিয়েলমি ১৫ প্রো ফাইভজি ও ১৫ ফাইভজি, দুইটি স্মার্টফোনই সৃজনশীলতা, সক্ষমতা ও স্টাইলের অনন্য সমন্বয় ঘটিয়েছে।
রিয়েলমি ১৫ প্রো ফাইভজিতে ব্যবহার করা হয়েছে ৬.৮ ইঞ্চির ১৪৪ হার্জ হাইপারগ্লো ৪ডি কার্ভ+ অ্যামোলেড ডিসপ্লে, ফ্রন্ট ও রেয়ার দুইটি ক্যামেরাতেই ৪কে ৬০ এফপিএস (ফ্রেম পার সেকেন্ড) ভিডিও রেকর্ডিং সুবিধা এবং শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট। প্রফেশনাল মানের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি নিশ্চিত করতে ফোনটিতে ব্যবহার করা হয়েছে সনি আইএমএক্স৮৯৬ প্রাইমারি লেন্স সহ ট্রিপল ৫০ মেগাপিক্সেল এআই রেয়ার ক্যামেরা সেটআপ।
একইসাথে, রিয়েলমি ১৫ ফাইভজির ৬.৭৭ ইঞ্চির ১৪৪ হার্জ অ্যামোলেড ডিসপ্লেতে ডাইমেনসিটি ৭৩০০+ ফাইভজি চিপসেট সহ ৪কে ভিডিও রেকর্ডিং সক্ষমতা ব্যবহার করা হয়েছে। সারাদিনের পাওয়ার নিশ্চিতে দুইটি ডিভাইসেই সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি ও ৮০ ওয়াট সুপার-ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে। এছাড়াও, ডিভাইস দুটিতে পানি ও ধুলাবালি প্রতিরোধে সর্বোচ্চ মানদণ্ড আইপি৬৯ রেটিং এবং ১৫ প্রো ডিভাইসে দীর্ঘস্থায়ী সুরক্ষা নিশ্চিতে কর্নিং গরিলা গ্লাস স্ক্রিন প্রোটেকটর নিয়ে আসা হয়েছে।
ফ্লোয়িং সিলভার ও ভেলভেট গ্রিন (লেদার ব্যাক) এই দুইটি অনন্য রঙে নিয়ে আসা রিয়েলমি ১৫ প্রো ফাইভজি’র (১২ জিবি + ২৫৬ জিবি) দাম ৫৯,৯৯৯ টাকা মাত্র। একইসাথে, সিল্ক পিঙ্ক ও স্যুট টাইটানিয়াম এই দুইটি প্রাণবন্ত রঙে নিয়ে আসা রিয়েলমি ১৫ ফাইভজি’র (১২ জিবি + ২৫৬ জিবি) দাম ৪৪,৯৯৯ টাকা মাত্র।
অনন্য পারফরম্যান্স, অনবদ্য ডিজাইন ও সর্বাধুনিক এআই-সক্ষম ফিচার সহ রিয়েলমি ১৫ সিরিজ স্মার্টফোনের সক্ষমতার সীমানাকে অতিক্রম করে গেছে। বিশেষ করে, এই ‘এআই পার্টি ফোন’টি কনটেন্ট ক্রিয়েটর বা ট্রেন্ডসেটারদের লাইফস্টাইলকে আরও বেশি প্রাণবন্ত ও সমৃদ্ধ করে তুলবে।
তাহলে আর দেরি কেন? বহুল প্রতীক্ষিত নেক্সট-জেন এআই পার্টি ফোনের অভিজ্ঞতা পেতে এখনই আপনার নিকটস্থ রিয়েলমি স্টোর ঘুরে দেখুন। বিস্তারিত জানতে www.realme.com/bd বা রিয়েলমির অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/realmeBD/ ভিজিট করুন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com