আবুল হাসনাত তুহিন ফেনী প্রতিনিধি: বৃহস্পতিবার আনুমানিক সকাল ৯.৪৫ মিনিটে ফেনীর মহিপাল থেকে ছেড়ে আসা মাইজদীগামী সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ এর খুটির সাথে ধাক্কা খেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা টমটম এবং হোটেলের উপর উঠে যায়। ঘটনার খবর পেয়ে, স্থানীয় জনগণ, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ১৩ (তের) জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করে।
সর্বশেষ পাওয়া তথ্যে মতে, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেছেন। নিহত ব্যক্তিরা হলেন, শামীম আরা বেগম (৫০), স্বামী -শহীদ উল্যাহ, গ্রাম-খুশিপুর, জায়লস্কর ইউপি। মোঃ শ্রাবণ (২০), পিতা-আবদুল মতিন, গ্রাম- দঃ জায়লস্কর, জায়লস্কর ইউপি। ছামিরা (১৫), পিতা- শাহিদুল, দঃ বারাহি গোবিন্দ, জায়লস্কর ইউপি।আহতদের মধ্যে একজন সদর হাতপাতাল ফেনীতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গিয়েছেন এবং আট জন উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয় জনসাধারণের সাথে কথা বলেন,দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার মো: শাহীদুল ইসলাম। তিনি তাৎক্ষণিকভাবে নিহত তিনটি পরিবারকে উপজেলা প্রশাসন,দাগনভূঞার পক্ষ হতে ২০,০০০/ টাকা করে ও ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত, জীবন আরা বেগম, স্বামী – এনামুল হক, গ্রাম- উপদ্দি লামছি, কবিরহাট, নোয়াখালী কে ১০,০০০ টাকা প্রদান করেন।
নিহত ও আহত পরিবারের হাতে নগত অর্থ প্রদানে এ-সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ফেনী । এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আহত পরিবার যারা এখনও আর্থিক সহায়তা পায় নি তাদের সাথে যোগাযোগ করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।