(নিজস্ব প্রতিবেদক, জসিম মোল্লা) : গত,০৫ -১১-২০২৫খ্রি. ১২:০৫ঘটিকার সময়, গোপন সংবাদের ভিত্তিতে,দাউদকান্দি হাইওয়ে থানা ইনচার্জ, রাশেদ খান এর নেতৃত্বে, নিয়মিত মোবাইল ডিউটি কালিন সময়ে, এসআই মোঃ জাকির হোসেন, এটিএসআই, নুরুদ্দিন সহ সঙ্গী ফোর্স সহ দাউদকান্দি থানাধীন ঢাকা -চট্টগ্রাম মহাসড়ক এর ঢাকা মূখী লেনের ধীতপুর নামক স্হানে ঢাকাগামী, কুমিল্লা ট্রান্সপোর্ট রেজিঃ নং- ঢাকা -মেট্রো -ব-১১-০৩৩৩ নামের একটি বাস থামিয়ে তল্লাশী করা হয়। তল্লাশীর এক পর্যায় উক্ত বাসের এক যাত্রী, আব্দুল রহমান (২৫) -সাংঃ তারাপুর মিস্ত্রীপাড়া, থানা শীবগন্জ জেলা চাঁপাইনবাবগন্জ এর সঙ্গে থাকা নীল রঙের একটি ট্রাভেল ব্যাগ থেকে ৪কেজি ৫০০গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়।