দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি।। বার্ষিক উন্নয়ন কর্মসূচি ( এডিপি) আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আজ বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলা প্রাঙ্গণে দাউদকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দাউদকান্দির ১২৫ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ২ কেজি করে ভুট্টার বীজ বিতরণ করা হয়। প্রধান অতিথি দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার এবং দাউদকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা ও উপজেলা সহকারী কমিশনের ভূমি রেদওয়ান ইসলাম কৃষকদের মাঝে এ বীজ বিতরণ করেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার কৃষকদের উদ্দেশ্যে বলেন আপনারা কৃষি অফিসের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে এবং তাদের পরামর্শ নিয়ে আপনারা ভুট্টা চাষ করবেন, কারণ তাদের পরামর্শ অনুযায়ী আপনারা এ ভুট্টা চাষ করলে অধিক ফলনে লাভবান হবেন।এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা আরেফিন হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহারুল আলম প্রমুখ।