নিজস্ব প্রতিবেদক : নব-যোগদানকৃত, দাউদকান্দি উপজেলার নির্বাহী অফিসার জনাবা, নাছরীন আক্তার নেতৃত্বে ঢাকা – চট্টগ্রাম মহাসড়ক এর দাউদকান্দিতে মহাসড়কের সুশৃঙ্খল রাখতে আজ,সোমবার ২৫/০৮/২০২৫ইং- মোবাইল কোর্টের মাধ্যমে তিন টি গাড়ি মামলা রুজু হয়েছে ও ত্রিশ হাজার টাকা অর্থ দন্ড সড়ক পরিবহন আইন ২০১৮ ধারা মোতাবেক এবং পাঁচটি ব্যাটারী চালিত অটো ও একটি মাইক্রো বাস জব্দ করে দাউদাকান্দি হাইওয়ে থানা ডাম্পিং মাঠে প্রেরণ করে থাকেন। এই উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা পরিষদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেদওয়ান ইসলাম (ভূমি কমিশনার) ও দাউদকান্দি হাইওয়ে থানা ওসি মোঃ রাশেদ চৌধুরী সহ সঙ্গীয় ফোর্স।