ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বিএনপিতে যোগদান করেছেন দেড় শতাধিক পরিবহন শ্রমিক। বালিয়াডাঙ্গী উপজেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বজলুর রহমানের নেতৃত্বে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে পৌর শহরের কালিবাড়ী এলাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ বাসভবনে নবাগত শ্রমিকদের বরণ করে নেওয়া হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন বলেন, “আজ যারা বিএনপিতে যোগদান করেছেন তারা মূলত আমাদেরই মানুষ। দীর্ঘ ১৭ বছরের নির্যাতনের কারণে তারা কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। আজ আমাদের ঘরের মানুষ আবার আমাদের কাছে ফিরে এসেছে এতে আমরা আনন্দিত ও গর্বিত।
তিনি আরও বলেন, “পরিবহন শ্রমিকদের এই যোগদান আগামী দিনে বিএনপির আন্দোলন ও সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ আলী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবেদুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।