বঙ্গ নিউজ বিডি ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের ধাওয়া করার লাইভ গেম শো চালু করা হয়েছে ‘জুলাই পুনর্জাগরণের’ আয়োজনে।
মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনে প্রবেশের মূল ফটকের পাশে একটি বুথে এ গেম শো চালু করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, একটি বড় এলইডি স্কিনে দেখা যাচ্ছে শেখ হাসিনা পালাচ্ছেন আর স্ক্রিনের সামনে ট্রেডমিল মেশিনে পেছনে ধাওয়া করছেন গেমে অংশগ্রহনকারীরা! এদিকে বাহিরে ফেস্টুনে সাটিয়ে দেওয়া হয়েছে ‘স্বৈরাচার খুনী শেখ হাসিনাসহ তার দোসরদের শায়েস্তা করুন’ লাইভ গেম শো।
গেমে অংশ নেওয়া ইদ্রিস মিয়া বলেন, ‘গেমে অংশ নিলাম, দৌড়ানোর মেশিনে দৌড়ালাম। মনে হচ্ছে হাসিনাকে দৌড়ানি দিচ্ছি! একদম বাস্তবের মতো অনুভব হচ্ছে।
নাসির নামের একজন অংশগ্রহণকারী বলেন, আয়োজনটি দারুন। এ গেমের মাধ্যমে আমরা গত বছরের এই দিনে হাসিনার পালিয়ে যাওয়ার মুহুর্তকে স্মরণ করছি।
এদিকে বেলা ১২টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রথমেই সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে মূল অনুষ্ঠানমালার শুভ সূচনা হয়।
শুরুর পরিবেশনায় সাইমুমের শিল্পীরা ওস্তাদ তোফাজ্জেল হোসেনের লেখা দেশের গান- ‘এই দেশ আমার বাংলাদেশ’ আমার ভালোবাসা’ গানটি পরিবেশন করেন।
এদিকে সকাল থেকে লাল রঙে সজ্জিত বিশাল মঞ্চে জমে উঠেছে সংগীত ও সংস্কৃতির উৎসব। মঞ্চের চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গড়ে তুলেছে নিরাপত্তার বলয়।