বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে আগামী ১৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
প্রসিকিউশন সূত্র জানায়, জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুমিল্লার দাউদকান্দি এলাকায় ৪ ও ৫ আগস্ট সংঘটিত সহিংস ঘটনায় মো. রিফাত হোসেন ও মো. বাবুকে গুলি করে হত্যাসহ একাধিক নিরস্ত্র আন্দোলনকারীকে আহত করার অভিযোগে মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে দাউদকান্দি মডেল থানায় দায়ের করা দুটি পৃথক মামলায় গত ৬ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কুমিল্লা জেলা কারাগারে আটক রয়েছেন।
উল্লেখ্য, মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার ছেলে।
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় ট্রাইব্যুনালের এ আদেশকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।